লোকসভায় দাঁড়িয়ে কাঁচা বেগুনে কামড় বসালেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে সংসদের নিম্নকক্ষে বিতর্কের সময় এমনই কাজ করলেন তৃণমূল সাংসদ।
সোমবার লোকসভার বাদল অধিবেশনে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। তাতে বক্তৃতা দেন কাকলি। সেইসময় তিনি বলেন, 'মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার অনুমতি দেওয়ায় স্পিকারকে ধন্যবাদ জানাতে চাই। এই বিতর্কের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।' ১০ মিনিটের ভাষণে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানান কাকলি।
তবে কাকলির ভাষণের যাবতীয় নজর কেড়ে নেয় সেই বেগুন-কাণ্ড। ভাষণের শুরুর দিকেই বারাসতের তৃণমূল সাংসদ প্রশ্ন করেন, 'সরকার কি চায় যে আমরা কাঁচা আনাজপাতি খাই?' সেইসঙ্গে নিজেই কাঁচা বেগুনে কামড় বসিয়ে দেন কাকলি। বেগুনের একাংশ উঠে আসে। যে ঘটনায় নিজেও কিছুটা হেসে ফেলেন। তবে শেষপর্যন্ত কাঁচা বেগুন খাননি তিনি। বরং মূল্যবৃদ্ধি নিয়ে নিজের ভাষণ দিতে থাকেন।
সোমবার কাকলির ভাষণে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, 'গত কয়েক মাসে এলপিজি সিলিন্ডারের দাম চারগুণ বৃদ্ধি পেয়েছে। ৬০০ টাকা থেকে রান্নার গ্যাসের দাম ১,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।' সেই পরিস্থিতিতে গত কয়েক মাসে রান্নার গ্যাসের দাম কমানোর দাবি তোলেন কাকলি। শুধু তাই নয়, যে অঙ্কটা বাড়ানো হয়েছে, তা পুরোটাই প্রত্যাহারের দাবি জানান।
আরও পড়ুন: LPG Cylinder Price: আজ থেকে সস্তা হল LPG সিলিন্ডার, প্রকাশিত হল রান্নার গ্যাসের নয়া রেট
উল্লেখ্য, গত মাসে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়। সবমিলিয়ে গত এক বছরে অষ্টমবার দাম বাড়ায় কেন্দ্র। মে থেকে তৃতীয়বার এবং চলতি বছরে চতুর্থবার দাম বাড়ানো হয়। আপাতত কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১,০৭৯ টাকা। দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে যথাক্রমে ১,০৫৩ টাকা, ১০৫২.৫ টাকা এবং ১০৬৮.৫ টাকায় বিকোচ্ছে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার।