বাংলা নিউজ > ঘরে বাইরে > Tripura: ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গি হানা, গুলিতে মৃত্যু BSF জওয়ানের

Tripura: ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গি হানা, গুলিতে মৃত্যু BSF জওয়ানের

পালটা প্রতিরোধে নামে বিএসএফ। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

১৯৮৯ সাল নাগাদ এই সংগঠন মাথাচাড়া দিতে শুরু করেছিল। ক্রমে ডালপালা মেলতে শুরু করে এই সংগঠন। তবে এই সংগঠনের কাজকর্ম নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এরপর প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট(পোটা) অনুসারে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে সূত্রের খবর, বাংলাদেশের কিছু অংশে এই সংগঠন এখনও তলায় তলায় কাজ করছে।

প্রিয়াঙ্কা দেববর্মন

ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন এক বিএসএফ জওয়ান। সূত্রের খবর, জঙ্গিরা তাঁকে নিশানা করে গুলি চালিয়েছিল। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম গিরজেশ কুমার উদ্দে। ৫৩ বছর বয়সী ওই বিএসএফ জওয়ানের বাড়ি মধ্যপ্রদেশে।

এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন, বাহিনীর এক জওয়ান সকালে টহলদারির সময় গুলিতে জখম হয়েছিলেন। এরপর তাঁকে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

বিএসএফ সূত্রে খবর, ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এই হামলার পেছনে যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে গুলিকাণ্ডের পরেই বিএসএফ পালটা প্রতিরোধ গড়ে তোলে। তারপরই এলাকা ছেড়ে চম্পট দেয় জঙ্গিরা। সিমনাপুরের কাছে খানতালাং বর্ডার আউটপোস্টের কাছে এই ঘটনা।

এদিকে গত অগস্ট মাসে এনএলএফটির চারজন সন্দেহভাজন জঙ্গি আত্মসমর্পণ করেছিলেন। মোটামুটিভাবে ১৯৮৯ সাল নাগাদ এই সংগঠন মাথাচাড়া দিতে শুরু করেছিল। ক্রমে ডালপালা মেলতে শুরু করে এই সংগঠন। তবে এই সংগঠনের কাজকর্ম নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এরপর প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট(পোটা) অনুসারে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে সূত্রের খবর, বাংলাদেশের কিছু অংশে এই সংগঠন এখনও তলায় তলায় কাজ করছে।

বন্ধ করুন