বাংলা নিউজ > ঘরে বাইরে > Smart City: আরও ১৮টি স্মার্ট সিটির জন্য ১,৭০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র!

Smart City: আরও ১৮টি স্মার্ট সিটির জন্য ১,৭০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র!

ফাইল ছবি: পিটিআই (PTI)

'এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ কেন্দ্র এবং জাতীয় স্তরে জ্ঞানের সম্প্রচার ইত্যাদি বিভিন্ন প্রকল্পের সঙ্গে একটি বৃহত্তর অর্থনীতি গড়ে তোলার মতো বিষয়গুলিও অন্তর্ভুক্ত রয়েছে,' প্রকল্প ঘোষণার সময়ে এমনটাই বলেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।  

স্মার্ট সিটি প্রোগ্রামে আরও জোর দিচ্ছে কেন্দ্র। বুধবার এই লক্ষ্যে আরও বেশি টাকা বরাদ্দে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের অধীনে আরও ১৮টি শহরকে অত্যাধুনিক করে তোলার জন্য মোট ১,৭০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে সবুজ সংকেত দেওয়া হয়েছে। 2.0 (CITIIS 2.0) পর্যায়ের অধীনে এই কাজ করা হবে।

'এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ কেন্দ্র এবং জাতীয় স্তরে জ্ঞানের সম্প্রচার ইত্যাদি বিভিন্ন প্রকল্পের সঙ্গে একটি বৃহত্তর অর্থনীতি গড়ে তোলার মতো বিষয়গুলিও অন্তর্ভুক্ত রয়েছে,' প্রকল্প ঘোষণার সময়ে এমনটাই বলেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। শহরগুলিকে ১০৬ কোটি টাকার প্রযুক্তিগত সহায়তা সংক্রান্ত অনুদানও দেওয়া হবে।  

CITIIS 2.0 প্রোগ্রামের অধীনে 'আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক (MoHUA) ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (AFD), Kreditanstalt für Wiederaufbau (KfW), ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্সের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই প্রকল্প ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত চার বছরের জন্য চলবে।

এই প্রকল্পের অধীনে আসতে হলে ইচ্ছুক শহরেক প্রশাসকদের সরকারের কাছে আবেদন করতে হবে। চূড়ান্ত অনুমোদনের জন্য একটি প্যানেল আবেদনকারী শহরগুলির নাম শর্টলিস্ট করবে। এই বিষয়ে ওয়াকিবহাল কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন।

বর্তমানে, ১২টি শহর ইতিমধ্যেই এই প্রকল্পের প্রথম ধাপের আওতায় রয়েছে। শহরের আধুনিকিকরণের জন্য ৫০টিরও বেশি পণ্য এবং ১৫০টি প্রযুক্তিগত নথি তৈরি করা হয়েছে। এর মধ্যে আলাদা করে টুলকিট, টেমপ্লেট, স্টাডিজও রয়েছে। সেই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিকের বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। সরকারি ওয়েবসাইটের মাধ্যমেই তা অ্যাক্সেস করা যাবে।

আপাতত সব মিলিয়ে ৭৮টি শহরে এই স্মার্ট সিটি প্রকল্পের অধীনে বিভিন্ন কাজ চলছে। এই প্রকল্পের লক্ষ্য একটাই। নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করা। এর অধীনে আগ্রা, বারাণসী, চেন্নাই, পুণে এবং আমদাবাদের মতো বড় শহরও রয়েছে। ২৫ জুন ২০১৫ সালে কেন্দ্র সরকার স্মার্ট সিটি মিশন চালু করে। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত চার রাউন্ডের প্রতিযোগিতার মাধ্যমে মোট ১০০টি শহর পুনর্নির্মাণের জন্য বেছে নেওয়া হয়।

স্মার্ট সিটি মিশনের মাধ্যমে এই শহরগুলির মূল পরিকাঠামো উন্নত করা হচ্ছে। জীবনযাত্রার মান এবং পরিচ্ছন্ন ও পরিবেশ-বান্ধব শহর গড়ে তোলার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। শহরের তালিকায় আছে ভোপাল, ইন্দোর, আগ্রা, বারাণসী, ভুবনেশ্বর, চেন্নাই, কোয়েম্বাত্তুর, ইরোড, রাঁচি, সালেম, সুরাট, উদয়পুর, বিশাখাপত্তনম, আমদাবাদ, কাঁকিনাডা, পুণে, ভেলোর, পিম্পরি-চিঞ্চওয়াড়, মাদুরাই, অমরাবতী, তিরুচিরাপল্লি এবং থাঞ্জাভুর। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

ঘরে বাইরে খবর

Latest News

LIVE Lok Sabha Vote: আজ লোকসভা ভোট দেশের ৮৮টি আসনে, পরীক্ষায় বসছেন রাহুল গান্ধী ‘ভুয়ো ভিডিয়ো’ বানানোয় গ্রেফতার হওয়া ইউটিউবার মণীশ কাশ্যপ যোগ দিলেন বিজেপিতে WB LS Vote LIVE: মর্যাদার লড়াইয়ে সুকান্ত, আজ লোকসভা ভোট দার্জিলিং, রায়গঞ্জেও মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? ২৬ এপ্রিল ২০২৪ এর রাশিফল দেখে নিন গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.