২০২২ উত্তরপ্রদেশ বিধানসভার ভোট ঘিরে তুঙ্গে রাজনৈতিক তাপ-উত্তাপ। ২০২৪ লোকসভা ভোটের আগে ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভা কার দখলে থাকে , তা নিয়ে বহু জল্পনা রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, সমস্ত কয়টি জনমত সমীক্ষা কী বলছে।
1/8 ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ভোটের তার উত্তাপ চড়তেই গোরক্ষপুর থেকে লখনউ , কিম্বা লখিমপুর থেকে কানপুরে চায়ের ঠেকে ঝড় উঠছে! লাখ টাকার প্রশ্ন একটাই , ২০২২ এ উত্তরপ্রদেশের কুর্সি কার দখলে যাবে? উল্লেখ্য়, উত্তরপ্রদেশের ভোট ঘিরে যে দুই রাজনৈতিক শিবিরের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তীব্র হচ্ছে, তার একদিকে বিজেপি, অন্যদিকে সমাজবাদী পার্টি। বিজেপির সামনে জমি দখলে রেখে মসনদ ধরে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে অখিলেশের সমাজবাদী পার্টি তাকিয়ে রয়েছে, ফের একবার উত্তরপ্রদেশের তখত দখলের দিকে। এই ভোট রণাঙ্গনে বাছআই করা সাতটি জনমত সমীক্ষা কী বলছে, দেখে নেওয়া যাক। ফটো সৌজন্য এএনআই।
2/8৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সিএএন-নিউজ এইট্টিনের জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল বলছে, উত্তরপ্রদেশে ফের একবার বিজয় পতাকা ওড়াবে বিজেপি। তবে তার সঙ্গেই অখিলেশের সমাজবাদী পার্টি রাজ্যের সবচেয়ে বড় বিপক্ষ দল হিসাবে বলিষ্ঠ রাজনৈতিক শক্তি হয়ে উঠবে। সিএনএ-এর সমীক্ষা আরও বলছে, যে ২০১৭ সালে বিজেপি যে আসন জিতেছিল তার ৬০ শতাংশ তারা উত্তরপ্রদেশে খুইয়ে দিতে পারে।(ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
3/8উল্লেখ্য, ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার হল ২০২। সেক্ষেত্রে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যোগী আদিত্যনাথ, সমজাবাদী পার্টির অখিলেশ যাদব, বিএসপির মায়াবতী। এই তিন মুখ উত্তরপ্রদেশের বুকে স্পষ্ট।
4/8উত্তরপ্রদেশের ২০২২ নির্বাচনের বাকি জনমত সমীক্ষা দেখে নেওয়ার আগে, একনজরে দেখে নেওয়া যাক, ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের ফলাফল। সেবার বিজেপি জিতেছিল ৩১২ টি আসন। অখিলেশের সমাজবাদী পার্টি ৪৭ টি,মায়াবতীর বিএসপি ১৯ টি, কংগ্রেস ৭টি আসন জিততে পেরেছিল। এই প্রেক্ষাপটে ২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে একাধিক জনমত সমীক্ষা উঠে আসছে। ছবি সৌজন্য এএনআই।
5/8এবিপি নিউজ সিভোটার বলছে, ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে, বিজেপি ২২৩-২৩৫ টি আসন পেতে পারে, এসপি ১৪৫-১৫৭টি, বিএসপি ৮-১৬, কংগ্রেস ৩-৭ টি আসন পেতে পারে। ইন্ডিয়া টিভির সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে, ২৩০-২৩৫টি আসন, সপা ১৬০-১৬৫ , বিএসপি ২-৫, কংগ্রেস ৩-৭ টি আসন পেতে পারে। (ছবিটি প্রতীকী)
6/8রিপাবলিক টিভির সমীক্ষা বলছে, বিজেপি ২৫২ থেকে ২৭২ টি আসন পেতে পারে। এসপি ১১১-১৩১ টি, বিএসপি ৮-১৬, কংগ্রেস ৩-৯ টি আসন পেতে পারে। নিউজএক্স-পোলস্ট্রেটের সমীক্ষা অনুযায়ী, বিজেপি ২৩৫-২৪৫, লপা ১২০-১৩০, বিএসপি ৮-১৪, কংগ্রেস ৬-১১ টি আসন পেতে পারে। টাইমসনাউ-বিটোর সমীক্ষা বলছে, বিজেপি ২২৭-২৬৭, এসপি ১৩৬-১৫১, বিএসপি ৮-১৪, কংগ্রেস ৬-১১ টি আসন পেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কেশব সিং/হিন্দুস্তান টাইমস)
7/8জি ডিজাইনবক্সের সমীক্ষা বলছে, বিজেপি, ২৪৫- ২৬৭, সপা ১২৫-১৪৮, বিএসপি ৫-৯, কংগ্রেস ৩-৭ টি আসন পেতে পারে। ইন্ডিয়া নিউজ-জনকি বাত বলছে, বিজেপি ২২৬-২৪৬ টি আসন পেতে পারে, সপা ১৪৪-১৬০, বিএসপি ৮-১২, কংগ্রেস ০-১ টি আসন পেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
8/8উল্লেখ্য, ২০১৭ উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের নিরিখে ২০২২ বিধানসভা ভোটের বহু রাজনৈতিক ফ্যাক্টর পাল্টেছে। তবে ভোটের ইস্যুর দিক থেকে কার্যত একই রয়েছে নানান দিক। সেই জায়গা থেকে প্রায় সব কয়টি জনমত সমীক্ষা জানান দিয়েছে যে, বিধানসভা ভোটে গতবারের তুলনায় বিজেপির হাতছাড়া হতে পারে বহু আসন। আসন বাড়িয়ে নিতে পারে অখিলেশের সমাজবাদী পার্টি। তবে তারপরও বিজেপি এগিয়ে থাকছে বলে বার্তা ভোটের আগের জনমত সমীক্ষার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)