পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত হীরবাই ইব্রাহিম লোবি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাপচারিতার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োয় তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর বিনীত ব্যবহারের প্রশংসা নেটিজেনদের মুখে।
বুধবার সামাজিক উন্নয়নে অবদানের জন্য শিল্প, বিজ্ঞান, সমাজকল্যান ইত্যাদি ক্ষেত্রে কিংবদন্তীদের পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। মোট ১০৬ জনকে এদিন সম্মানিত করা হয়। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন হীরবাই ইব্রাহিম লোবি। আরও পড়ুন: Padmashri Pritikana Goswami: অনটনের সঙ্গে লড়াইয়ে হাতিয়ার ছুঁচ-সুতো, প্রীতিকণা বুনেছেন অনেক মেয়ের জীবনও
গুজরাটের বাসিন্দা হীরবাই ইব্রাহিম লোবি সেই রাজ্যের সিদ্দি সম্প্রদায়ের উন্নতি এবং নারীর ক্ষমতায়নের বিষয়ে কাজ করেন। সেই কারণেই এই পুরস্কারে ভূষিত হয়েছেন। এদিনের অনুষ্ঠানে লোবি সামনের সারিতে বসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হন। এছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তিনি আলাপচারিতা করেন।
তাকে দেখে পুরো হলজুড়ে হাততালির ঝড় ওঠে। ৭০ বছর বয়সী পদ্ম পুরস্কারপ্রাপ্তকে প্রণাম জানান প্রধানমন্ত্রী।
এরপর হীরবাই প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি বার্তাও দেন। তিনি বলেন, ‘মেরে প্যায়ারে নরেন্দ্র ভাই, আপনে হামারি ঝোলি খুশিওঁ সে ভর দি (প্রিয় নরেন্দ্র ভাই, আপনি আমার জীবন আনন্দে ভরিয়ে দিয়েছেন)।’
তিনি বলেন, 'যতদিন না আপনি আমাদের নিয়ে ভেবেছেন, তার আগে পর্যন্ত কেউ আমাদের কখনও কোনও স্বীকৃতি দেয়নি। কেউ আমাদের নিয়ে মাথা ঘামায়নি। আপনি আমাদের সবার সামনে নিয়ে এসেছেন।'
হীরবাই ইব্রাহিম লোবি কে?
তিনি ‘আদিবাসী মহিলা সংঘে’র সভাপতি হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত। এর অপর নাম ‘সিদ্দি মহিলা ফেডারেশন’। লোবি সিদ্দি সম্প্রদায়ের শিশুদের শিক্ষা প্রদানের বিষয়ে সচেতনতার প্রসার ও ব্যবস্থা করেন। বেশ কিছু শিক্ষাকেন্দ্র স্থাপন করেছেন। এর পাশাপাশি সিদ্দি সম্প্রদায়ের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্যও কাজ করেছেন।
সমবায় আন্দোলন, পরিবার পরিকল্পনা, কমিউনিটি স্কুল ইত্যাদি উদ্যোগের নেতৃত্বে ছিলেন তিনি। এর আগে জুনাগড়ের গুজরাট কৃষি বিশ্ববিদ্যালয়ের 'সম্মান পত্র' পুরস্কার পেয়েছেন। আরও পড়ুন: Super 30's Anand Kumar gets Padmashree: 'বাবা যেন ওপর থেকে তাকিয়ে...', পদ্মশ্রী পেয়ে আবেগতাড়িত 'সুপার ৩০'-র আনন্দ স্যার
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup