বাংলা নিউজ > ছবিঘর > Covid test avoiding case: কোভিডের উপসর্গ থাকা সত্ত্বেও টেস্ট করাননি ৬৩ শতাংশ মানুষ! সমীক্ষার হিসাব দিল্লি এনসিআর

Covid test avoiding case: কোভিডের উপসর্গ থাকা সত্ত্বেও টেস্ট করাননি ৬৩ শতাংশ মানুষ! সমীক্ষার হিসাব দিল্লি এনসিআর

সমীক্ষা বলছে, অনেকেই আরটিপিসিআরএর পথে হাঁটতে চাননি। ২৫ শতাংশ উত্তরদাতা বলছেন, তাঁরা ব়্যাপিড টেস্টকেই সঠিক বলে মনে করেছেন। ১২ শতাংশ মানুষ বলছেন তাঁরা ব়্যাপিড টেস্ট ও অ্যান্টিজেন টেস্ট দুটিকেই ব্যবহার করেছেন।