যে ইডেন গার্ডেন্স পরিচিত 'মেক্সিকান ওয়েভে'র জন্য, সেই ইডেনেই উঠল ডিএ-র ঢেউ। গতকাল পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ চলাকালীন স্ট্যান্ডে দেখা গেল ডিএ-র দাবিতে প্ল্যাকার্ড তুলে ধরেছেন বেশ কয়েকজন দর্শক। সেই ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
1/5শেষ বলে ম্যাচ গড়ালেও নিজের ওপর বিশ্বাস রেখে দলকে যেতাচ্ছেন রিঙ্কু সিং। কেকেআর-এর এই খেলোয়াড়ের থেকেই অনুপ্রেরণা নিয়েই যেন ইডেনের স্ট্যান্ডে ডিএ আন্দোলন। বিগত ১০০-রও বেশি দিন ধরে চলছে আন্দোলন। তবে সরকারি কর্মীদের দাবি মানার কোনও ইঙ্গিত দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে হাল না ছেড়ে জারি রয়েছে আন্দোলন।
2/5ইডেনের স্ট্যান্ডে থাকা ডিএ আন্দোলনকারীদের যেন আশা, যেভাবে এক ম্যাচ জিতেই পয়েন্ট টেবিলে সোজা ৮ থেকে ৫-এ গিয়েছে কেকেআর, সেভাবেই একদিন তাঁদেরও দাবি মানা হবে। আর সরকারের বিরুদ্ধে এই 'ম্যাচে' তাঁরা সবাই রিঙ্কু সিং। এর আগে সেভাবে কেউ চিনতেন না তাঁদের। তবে তাঁরা হাল ছাড়বেন না। লড়াই করে যাবেন।
3/5কেকেআর-এর জার্সি পরে খেলা উপভোগ করতে করতেই সরকারের উদ্দেশে ডিএ-র দাবি জানালেন ক্রিকেটপ্রেমী সরকারি কর্মীরা। স্ট্যান্ডে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁদের। আবার যখন আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংরা ভালো খেলছিলেন, তখন তাঁদের গলাতেই শোনা গিয়েছে 'করব, লড়ব, জিতব' স্লোগান। যেন ম্যাচে কেকেআর-এর জয়ের পাশাপাশি নিজেদেরও জয়ের লক্ষ্যে এই স্লোগান তোলা।
4/5গতকালকে ইডেনের স্ট্যান্ডে যেসব প্ল্যাকার্ড দেখা গিয়েছে, তাতে লেখা ছিল - 'অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতা দিতে হবে', 'সকল ক্যাজুয়াল এবং চুক্তি ভিত্তিক কর্মীদের তাঁদের মেধা অনুযায়ী স্থায়ী নিয়োগ দিতে হবে', 'সকল শিক্ষক এবং সরকারি কর্মীদের শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ নিশ্চিত করতে হবে'। প্ল্যাকার্ডগুলি হিন্দি এবং ইংরেজি ভাষায় ছিল।
5/5উল্লেখ্য, গত ৬ মে ডিএ আন্দোলনের ১০০তম দিন ছিল। সেদিন সরকারি কর্মীরা হাজরা মোড় থেকে একটি মহামিছিল বের করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া হয়ে সেই মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'শান্তিনিকেতনে'র পাশ দিয়ে যায়। মিছিলে শাসকদলের উদ্দেশে 'চোর চোর' স্লোগানও উঠেছিল। এদিকে মিছিলের পরই সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছিল, সরকার তাঁদের দাবি না মেনে নিলে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে।