DA Protestors slam CM Mamata: 'দাবি স্পষ্ট… মুখ্যমন্ত্রীর সৎ সাহস নেই', নয়া বছরে ঝাঁঝ বাড়বে ডিএ আন্দোলনের
Updated: 26 Dec 2023, 08:55 AM IST'দাবি খুবই স্পষ্ট ভাই, দুর্নীতিহীন নিয়োগ চাই, তাই এ লড়াই চলছে, চলবে।' বড়দিনে ডিএ আন্দোলনকারীদের গলায় শোনা গেল এই স্লোগান। এদিকে ডিএ আন্দোলনের বর্ষপূর্তি হতে চলেছে শীঘ্রই। এই আবহে প্রাপ্য ডিএ সহ তিন দফা দাবিতে জানুয়ারিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের।
পরবর্তী ফটো গ্যালারি