পাইলটরা বেতন সংক্রান্ত সমস্যা নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ।
1/5সাতজন ইন্ডিগো পাইলটের বিরুদ্ধে উড়ানের আপদকালীন রেডিয়োতে গালিগালাজের অভিযোগ। তদন্ত শুরু করল DGCA(ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন)। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ছবি : হিন্দুস্তান টাইমস (Reuters)
2/5ওই পাইলটরা বেতন সংক্রান্ত সমস্যা নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস (Reuters)
3/5অভিযুক্ত পাইলটরা, ৯ এপ্রিল, 121.5 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সির রেডিয়োতে এমনটা করেন বলে জানা গিয়েছে। কম বেতন নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন সকলে। অভিযোগ সেই সময়েই খারাপ ভাষা ব্যবহার করেন তাঁরা।(ছবি সৌজন্য ইনস্টাগ্রাম kitchlug) (Reuters)
4/5এই 121.5 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি শুধুমাত্র আপদকালীন পরিস্থিতিতে থাকা উড়ানের ক্ষেত্রে ব্যবহার করার নিয়ম। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
5/5ইন্ডিগো এখনও এ বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি।(ছবি সৌজন্যে রয়টার্স) (Reuters)