কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধি হয়েছে গত এপ্রিল মাসেই। জানুয়ারি থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হয়েছে। বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। আর সেই একই সময়ে বাংলার সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র ৬ শতাংশ হারে। এরই মাঝে এই রাজ্যের সরকারের তরফে বড় ঘোষণা করা হল।
1/5কয়েকদিন আগেই মহার্ঘ ভাতা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, সরকারি কর্মীরা যদি কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা আদায় করতে পারে, তাহলেও আরও ৩ শতাংশ ডিএ বৃদ্ধির বিষয়ে চিন্তা ভাবনা করবেন তিনি। তবে কেন্দ্রের সমহারে মহার্ঘ ভাতা প্রদান করার কোনও ইঙ্গিত তিনি দেননি। আর এই সবের মাঝেই বিভিন্ন রাজ্যে বেড়ে চলেছে ডিএ।
2/5চলতি বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়েছে ৪২ শতাংশ। আগামী কয়েক মাসের মধ্যেই ফের একবার ডিএ বাড়বে সরকারি কর্মীদের। তখন অল ইন্ডিয়া কনজিউমা রপ্রাইস ইন্ডেক্স অনুযায়ী ৩ বা ৪ শতাংশ হারে বাড়বে মহারঘ ভাতা। তখন রাজ্যের সঙ্গে ডিএ-র ফারাক আরও বাড়বে। তবে লোকসভা নির্বাচনের আগে এই রাজ্য কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক মেটাতো উদ্যোগী হল।
3/5সম্প্রতি বিজেপি শাসিত গুজরাট মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। একেবারে ৮ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে। সপ্তম বেতন কমিশন অনুযায়ী এই ডিএ সংশোধন করা হয়েছে বলে জানান তিনি। সঙ্গে বাড়ানো হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ডিআর ও পেনশন। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, বকেয়া ডিএ তিন কিস্তিতে দেওয় হবে সরকারি কর্মীদের।
4/5সরকারের তরফে জানানো হয়েছে, ২০২২ সালের ১ জুলাই থেকে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে এবং ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে আরও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। এই আবহে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো হবে তিন কিস্তিতে। আগামী সেপ্টেম্বরের মধ্যে এই বকেয়া মিটিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে একলাফে মোট ৮ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করল গুজরাট।
5/5এই ডিএ বৃদ্ধির ফলে গুজরাটের মোট ৯,৩৮ লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিরা উপকৃত হবেন। এদিকে মহার্ঘ ভাতা বৃদ্ধির জেরে সরকারের ওপর ৪ হাজার ৫১৬ কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপবে। এদিকে পশ্চিমবঙ্গে ডিএ বাড়ানোর কোনও ইঙ্গিত নেই সরকারের তরফে। অপরদিকে রাজ্যের সরকারি কর্মীরাও তাদের আন্দোনে অনড়। প্রসঙ্গত, বর্তমানে দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই সর্বনিম্ন হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়।