7th Pay Commission: আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স পান। আগামী মাসে কি তাঁদের ডিএ প্রাপ্ত বাড়ানো হবে কিনা, তা নিয়ে তুমুল জল্পনা চলছে। বিষয়টি নিয়ে কেন্দ্রের কী অবস্থান, তা জেনে নিন -
1/5সপ্তম বেতন কমিশনের আওতায় কি জুলাইয়েই মহার্ঘ ভাতা (ডিএ) বাড়তে চলেছে? মুদ্রাস্ফীতির সামঞ্জস্য রেখে কি ডিএ পাঁচ শতাংশ বাড়ানো হবে? তা নিয়ে জল্পনা বাড়ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সর্বভারতীয় ক্রয়মূল্য সূচকের ভিত্তিতে পাঁচ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে। তবে একাংশের দাবি, তিন শতাংশও ডিএ বাড়ানো হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/5তবে পুরো বিষয়টি নিয়ে কোনও নিশ্চয়তা মেলেনি। কারণ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। পুরোটাই আপাতত জল্পনার পর্যায়ে আছে। (ছবিটি প্রতীকী)
4/5এমনিতে করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এপ্রিলে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর স্থগিত করে দেওয়া হয়েছিল। ২০২০ সালের ১ জানুয়ারি ও ১ জুলাই এবং গত বছরের ১ জানুয়ারিতে ডিএ বাড়ানো হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে লাইভ মিন্ট)
5/5গত বছরের জুলাইয়ে একলপ্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ও পেনশনভোগীদের ডিআর ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছিল। পরবর্তীতে আরও দু'দফায় বৃদ্ধির ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩৪ শতাংশ হারে যথাক্রমে ডিএ এবং ডিআর পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)