TMC meeting gets nod amid DA protest: ডিএ আন্দোলনক... more
TMC meeting gets nod amid DA protest: ডিএ আন্দোলনকারীরা যেখানে ধরনা করছেন, সেই শহিদ মিনারেই আগামিকাল সভা করার অনুমতি পেল তৃণমূল ছাত্র-যুব। তবে মেনে চলতে হবে পাঁচটি শর্ত। কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে, ওই শর্ত মেনে চলতেই হবে।
1/6শর্তসাপেক্ষে শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মোট পাঁচটি শর্ত আরোপ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি কড়া হুঁশিয়ারি দেন যে তৃণমূল ছাত্র-যুবর তরফে যদি কোনওরকম উস্কানি দেওয়া হয়, তাহলে ফল ভালো হবে না। সেইসঙ্গে ভবিষ্যতে একই জায়গায় দুটি কর্মসূচির যাতে অনুমতি না দেওয়া হয়, সেজন্য কলকাতার পুলিশ কমিশনারকে সতর্ক করে দিয়েছেন। (ছবি সৌজন্যে ফেসবুক)
2/6আগামিকাল কলকাতার ধর্মতলার শহিদ মিনারে তৃণমূল ছাত্র-যুবর সভা আছে। সেই সভায় ভাষণ দেবেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ অভিষেক। যেখানে অভিষেকদের সভা হবে, সেটার কাছেই মাসদুয়েক ধরে ডিএ আন্দোলনকারীরা ধরনা চালিয়ে যাচ্ছেন। সেই পরিস্থিতিতে কীভাবে অভিষেকের সভা অনুমতি দিল পুলিশ, তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ডিএ আন্দোলনকারীরা। (ছবি সৌজন্যে ফেসবুক)
3/6সেই মামলার শুনানিতে পাঁচটি শর্তে তৃণমূলের ছাত্র-যুবর সভায় অনুমতি দেন বিচারপতি মান্থা। প্রথমত, সভায় ঢোকা এবং বেরোনোর রাস্তা-সহ সব গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকতে হবে। সভার ভিডিয়োগ্রাফির নির্দেশ দিয়েছেন বিচারপতি। দ্বিতীয়ত, ডিএ আন্দোলনকারীদের ধরনা মঞ্চের সামনে দ্বিস্তরীয় ব্যারিকেড (বাঁশ এবং টিন দিয়ে) দিতে হবে। তাঁদের যেন কেউ বিরক্ত না করেন, তা নিশ্চিত করতে হবে। (ছবি সৌজন্যে ফেসবুক)
4/6তৃতীয়ত, সভা থেকে কোনওরকম উস্কানিমূলক ভাষণ দেওয়া যাবে না। চতুর্থত, শান্তিপূর্ণভাবে যাবতীয় কর্মসূচি করতে হবে। উভয়পক্ষকেই শান্তি বজায় রাখতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। পঞ্চমত, অভিষেকদের সভা হয়ে গেলে সব ব্যারিকেড খুলে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। পরিষ্কার করতে হবে সভাস্থল। (ছবি সৌজন্যে ফেসবুক)
5/6মঙ্গলবার হাইকোর্টে শুনানির সময় বিচারপতি মান্থা মন্তব্য করেন, হাইকোর্ট আশা করছে যে তৃণমূল ছাত্র-যুব এমন কোনও কাজ করবে না, যাতে বিষয়টি উস্কানির পর্যায়ে চলে যায়। যদিও কোনওরকম উস্কানি দেওয়া হয়, তাহলে ফল যে ভালো হবে না, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিচারপতি মান্থা। (ছবি সৌজন্যে ফেসবুক)
6/6তারইমধ্যে পুলিশের ভূমিকা নিয়েও মঙ্গলবার কিছুটা অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি মান্থা। ভবিষ্যতে একই জায়গায় যাতে দুটি কর্মসূচির অনুমতি না দেওয়া হয়, সেদিকে নজর রাখতে হবে। একই জায়গায় দুটি পৃথক কর্মসূচি অনুমতি দিতে পারবে না পুলিশ। কলকাতার অনেক জায়গা আছে। প্রয়োজনে রেড রোডেও সভা করার অনুমতি দেওয়া যেতে পারে। (ছবি সৌজন্যে ফেসবুক)