Adani Group Stocks: আদানি গ্রুপের কোনও সংস্থায় বিনিয়োগ আছে আপনার? তাহলে আপনার লক্ষ্মীলাভ হতেই পারে। কারণ ছয় মাসে প্রায় তিন গুণ রিটার্ন দিয়েছে আদানি গ্রুপের (Adani Group) একটি সংস্থায়। সেই সংস্থায় আপনার বিনিয়োগ আছে?
1/4ছয় মাসে প্রায় তিন গুণ রিটার্ন দিল আদানি গ্রুপের (Adani Group) সংস্থা আদানি পাওয়ার (Adani Power)। যে সময়ের মধ্যে আদানি পাওয়ারের প্রতিটি শেয়ারের দাম ৯৮ টাকা থেকে ৩৪৪.৫ টাকায় পৌঁছে গিয়েছিল। তবে সোমবার বাজার বন্ধের সময় প্রতিটি শেয়ারের দাম ছিল ২৯১.৭ টাকা। অর্থাৎ ছয় মাসে ১৭২.২৪ শতাংশ রিটার্ন দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/4গত এক সপ্তাহে (সোমবারের ভিত্তিতে) আদানি পাওয়ারের প্রতিটি শেয়ার ০.৬৪ শতাংশ উত্থানের সাক্ষী ছিল। এক মাসে দাম বেড়েছে ১০.৩ শতাংশ। তিন মাসে ৭.২২ শতাংশ এবং ছয় মাসে ১৭২.২৪ শতাংশ উত্থান হয়েছে আদানি পাওয়ারের শেয়ারের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/4সেইসঙ্গে তিন বছরে ৩৬৯.৭৩ শতাংশ উত্থান হয়েছে আদানি পাওয়ারের। সেই নিরিখে কেউ যদি তিন বছর আগে আদানি পাওয়ারে এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে ৪.৭৯ লাখ টাকা ফেরত পেতেন। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @gautam_adani)