অ্যাপেলের নিরাপত্তাগত ত্রুটির কারণে কোনও লিঙ্কে ক্লিক না করেই পেগাসাসের কবলে পড়তে পারত ডিভাইসগুলি।
1/5পেগাসাস স্পাইওয়্যারের ফলে ঝুঁকিতে পড়তে পারত Apple-এর বেশ কিছু ডিভাইস। সেই নিরাপত্তাগত গলদই মেরামত সংস্থা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং এমনকি রাষ্ট্রপ্রধানদের ফোনে গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হয়েছিল পেগাসাস সফটওয়্যার। ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি এটি। এনএসও গ্রুপ যদিও জানিয়েছে, সন্ত্রাসবাদী, সন্দেহজনকদের উপর নজরদারির উদ্দেশ্যে সফটওয়্যারটি বানানো। কিনেছে প্রায় ৪৫টি দেশ। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/5অ্যাপেলের নিরাপত্তাগত ত্রুটির কারণে কোনও লিঙ্কে ক্লিক না করেই পেগাসাসের কবলে পড়তে পারত ডিভাইসগুলি। সেই কারণেই তড়িঘড়ি সেই ফাঁক পূরণ করল অ্যাপেল। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/5কানাডার সাইবার সিকিউরিটি সংস্থা সিটিজেন ল্যাবের গবেষকরা এক সৌদি সমাজকর্মীর অ্যাপেল ডিভাইস পরীক্ষা করে এই নিরাপত্তাগত ত্রুটি পান। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/5দেখা যায় আই মেসেজ ব্যবহার করে, কোনও লিঙ্ক বা ক্লিকের অপশন ছাড়াই পাঠানো হয়েছিল পেগাসাস স্পাইওয়্যার। প্রতীকী ছবি : এএনআই (REUTERS)