Arpita Mukherjee: নগদ অর্থ থেকে সোনা - অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কোটি-কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। নগদ অর্থের পরিমাণ প্রায় ২৮ কোটির গণ্ডি ছুঁয়েছে। সেইসঙ্গে সোনার বার-সহ প্রচুর গয়না উদ্ধার করা হয়েছে। কী কী গয়না উদ্ধার হয়েছে, তা দেখে নিন -
1/3ইডির সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে নগদ ২৭.৯ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে ৪.৭৩ কোটি মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে।
2/3কী কী উদ্ধার করা হয়েছে? ইডি সূত্রে খবর, তিনটি সোনার বার (প্রতিটির ওজন এক কেজি) উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে সোনার হার, সোনার আংটি, ছয়টি কঙ্কন (প্রতিটির ওজন ৫০০ গ্রাম) এবং বিভিন্নরকম গয়না উদ্ধার করেছে ইডি।
3/3ইডি সূত্রে খবর, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে সোনার কলম, সোনার ফোটোফ্রেমও উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে প্রায় ছয় কিলোগ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।