Asia Cup 2023 Rain Forecast: কলম্বোয় 'সুপার ফোর'-র ৫টি ম্যাচেই হতে পারে বৃষ্টি! কালো মেঘ এশিয়া কাপের ফাইনালেও
Updated: 06 Sep 2023, 02:30 PM ISTআজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ‘সুপার ফোর’-র লড়াই। মোট চারটি দল আছে - ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। আর প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। যে দুটি দল শীর্ষে থাকবে, সেই দুটি দল ফাইনালে উঠবে। কলম্বোয় এশিয়া কাপের বাকি ম্যাচগুলির বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি