বাংলা নিউজ > ছবিঘর > Asia Cup 2023 Rain Forecast: কলম্বোয় 'সুপার ফোর'-র ৫টি ম্যাচেই হতে পারে বৃষ্টি! কালো মেঘ এশিয়া কাপের ফাইনালেও

Asia Cup 2023 Rain Forecast: কলম্বোয় 'সুপার ফোর'-র ৫টি ম্যাচেই হতে পারে বৃষ্টি! কালো মেঘ এশিয়া কাপের ফাইনালেও

আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ‘সুপার ফোর’-র লড়াই। মোট চারটি দল আছে - ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। আর প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। যে দুটি দল শীর্ষে থাকবে, সেই দুটি দল ফাইনালে উঠবে। কলম্বোয় এশিয়া কাপের বাকি ম্যাচগুলির বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নিন।