Grah Gochar in December 2022: জ্যোতিষশাস্ত্রের জন্য ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবেন। তার ফলে ১২ টি রাশির জাতকদের উপরেই বিভিন্নরকম প্রভাব পড়বে। কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। কারা কারা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5 Grah Gochar in December 2022: ডিসেম্বরে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। শুক্র, বুধ এবং সূর্য রাশি পরিবর্তন করবেন। যে গ্রহ তিনটি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্পূর্ণ বলে বিবেচিত হয়।
2/5 বৃষ রাশি- ডিসেম্বরে একাধিক রাশির গোচরের ফলে বৃষ রাশির জাতকদের ভালো সময় কাটবে। যে বৃষ রাশির জাতকরা চাকরি করেন, তাঁদের জীবনে নয়া সুযোগ আসবে। ব্যবসার ক্ষেত্রে মুনাফার বড় সুযোগ মিলবে। বৃষ রাশির জাতকদের রোগমুক্তি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5 মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের ডিসেম্বর মাস অনুকূল কাটবে। নয়া কোনও দায়িত্ব মিলতে পারে। কেরিয়ারের দিক থেকে নয়া সুযোগ মিলবে। সমাজে মান-সম্মান বাড়বে মিথুন রাশির জাতকদের। গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন।