Condom Addiction in Durgapur: দুর্গাপুরের কিছু যুবক আজব নেশা বুঁদ হয়েছে বলে দাবি করা হয়েছে এক মিডিয়া রিপোর্টে। দাবি করা হয়েছে, আজব কন্ডোমের নেশায় মগ্ন যুব সমাজের একাংশ। এর জেরে তড়তড়িয়ে কন্ডোমের বিক্রি বেড়েছে পশ্চিমবঙ্গের এই শহরে। শহরবাসী এই ঘটনায় হতভম্ব।
1/5দুর্গাপুরের বিভিন্ন এলাকায় কন্ডোমের বিক্রি ব্যাপকভাবে বেড়েছে। দুর্গাপুর সিটি সেন্টার, বিধাননগর, বেনাচিটি এবং মুচিপাড়া, সি জোন, এ জোন-এ ফ্লেভারড কন্ডোমের বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন দোকানদাররা। (Reuters)
2/5আচমকা কন্ডোমের বিক্রি বেড়ে যাওয়ায় কৌতুহল বেড়েছে দোকানদারদের। জানা গিয়েছে, এক কৌতুহলী দোকানদার এক যুবককে এই নিয়ে প্রশ্ন করেন। তখন সেই যুবক নাকি তাঁকে জানান যে নেশা করার জন্যই সে কন্ডোম কিনছে। যা শুনে হতভম্ব হয়ে যান সেই দোকানদার। (Reuters)
3/5কী করে হয় এই নেশা? কন্ডোমে সুগন্ধযুক্ত পদার্থ থাকে। এটি থেকে অ্যালকোহল তৈরি করা যায়। তা দিয়েই নেশা করা হয়। এই সুগন্ধযুক্ত পদার্থটি ডেনড্রাইটের আঠাতেও পাওয়া যায়। তাই অনেকে নেশার জন্য ডেনড্রাইটও ব্যবহার করে থাকে। (Reuters)
4/5গরম জলে দীর্ঘক্ষণ ধরে কন্ডোম ভিজিয়ে রাখলে সুগন্ধযুক্ত জৈব অণুগুলি অ্যালকোহলযুক্ত পদার্থে পরিণত হয়। এর কারণে সেই কন্ডোম ভেজানো গরম জল নেশার বস্তুতে পরিণত হয়। এই উপায়তেই দুর্গাপুরের বহু যুবক নেশা করছে বলে জানা গিয়েছে। যার কারণে বেড়েছে উদ্বেগ। (Reuters)
5/5এর আগে নাইজেরিয়ায় নেশার কারণে টুথপেস্ট এবং জুতে পালিশ করার কালির। আর এখন দুর্গাপুরে কন্ডোমের বিক্রি বেড়েছে। এই আবহে প্রশাসনের উদ্বেগ বাড়ছে। শহরের যুব সমাজের একাংশ নেশায় বঁদ হয়ে অন্ধকার জগতের দিকে পা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Reuters)