Free LPG Cooking Gas Cylinder: বছরে তিনটি এলপিজি সিলিন্ডার তথা রান্নার গ্যাসের সিলিন্ডার দিতে চলেছে এই রাজ্য সরকার। সেজন্য বছরে ওই রাজ্যের কোষাগার থেকে বাড়তি ৫৫ কোটি বেরিয়ে যাবে। তবে সকলে বিনামূল্যে সিলিন্ডার পাবেন না। কারা পাবেন, তা জেনে নিন -
1/4উত্তরাখণ্ডে বছরে বিনামূল্যে তিনটি এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। সেজন্য বছরে রাজ্যের কোষাগার থেকে বাড়তি ৫৫ কোটি টাকা খরচ হবে। তবে সকলে সেই সিলিন্ডার পাবেন না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/4কারা বছরে বিনামূল্যে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন? গত মে'তেই উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, অন্ত্যোদয় কার্ডধারীরা সেই সুবিধা পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/4'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ হিন্দুস্তান'-র প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে অন্ত্যোদয় কার্ডধারীদের তালিকা তৈরি করে গ্যাস সংস্থাগুলির হাতে প্রয়োজন টাকা তুলে দিয়েছে। শীঘ্রই অন্ত্যোদয় কার্ডধারীদের বিনামূল্যে বছরে তিনটি সিলিন্ডার প্রদানের প্রকল্প শুরু হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4সূত্র উদ্ধৃত করে 'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ হিন্দুস্তান' জানিয়েছে, সেই প্রকল্প চালু করার জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির অনুমতি চাওয়া হয়েছে। ধামির অনুমতি পেলেই সেই প্রকল্প শুরু করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)