বাংলা নিউজ > ছবিঘর > G20 Virtual Meet Proposal by Modi: 'আরও আড়াই মাস সময় আছে ভারতের কাছে', ফের জি২০ শীর্ষ নেতাদের বৈঠকের প্রস্তাব মোদীর

G20 Virtual Meet Proposal by Modi: 'আরও আড়াই মাস সময় আছে ভারতের কাছে', ফের জি২০ শীর্ষ নেতাদের বৈঠকের প্রস্তাব মোদীর

আজকেই সম্পন্ন হল ভারতে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলন। তবে ফের নভেম্বরে শীর্ষ পর্যয়ে জি২০-র একটি বৈঠক করার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নভেম্বরে বৈঠকটা হলে তা ভার্চুয়ালি করার কথা বলেন মোদী। এদিকে আজকেই জি২০-র সভাপতিত্বের দায়িত্ব ব্রাজিলের কাঁধে তুলে দিয়েছে ভারত।