বিগত বেশ কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে রেপো রেট বৃদ্ধি করেছে আরবিআই। এর ফলে ব্যাঙ্কগুলিও নিজেদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে। এই পরিস্থিতিতে ৯ শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে অনেক ব্যাঙ্ক। একনজরে দেখে নিন ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ হারে সুদ দেওয়া ব্যাঙ্কগুলির তালিকা।
1/7ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৪.৫ শতাংশ থেকে ৯ শতাংশ পর্যন্ত সুদের হার দিয়ে থাকে ফিক্সড ডিপোজিটে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, এটি বর্তমানে প্রবীণ নাগরিকদের যথাক্রমে ১৮১ এবং ৫০১ দিন মেয়াদের স্থায়ী আমানতের ওপর বার্ষিক ৯ শতাংশ হারে সুদ দিচ্ছে।
2/7সম্প্রতি সুর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ২২৬ বেসিস পয়েন্ট রেট বৃদ্ধি করেছে। প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৯.২৬ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্কটি। তাছাড়া ব্যাঙ্কটি ১৫ দিন থেকে ৫ বছর মেয়াদের আমানতের জন্য একটি সীমিত সময়ের অফারও চালু করেছে।
3/7উৎকর্ষ স্মল ফিম্যান্স ব্যাঙ্ক ৭০০ দিন মেয়াদের একটি বিশেষ স্থায়ী আমানত স্কিম চালু করেছে। ৭০০ দিনের মেয়াদের এই ফিক্সড ডিপোজিটের জন্য সর্বোচ্চ ৮.৫ শতাংশ হারে সুদ প্রদান করছে ব্যাঙ্কটি।
4/7ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট স্কিমে (৫ থেকে ১০ বছর মেয়াদের স্থায়ী আমানত) সাধারণ আমনতকারীরা সর্বোচ্চ ৬.৭ শতাংশ হারে সুদ পাচ্ছেন। এবং প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৭.২ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্কটি।
5/7আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক বর্তমানে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে ৩.৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে। ৭৫০ দিন মেয়াদের স্থায়ী আমানতে এইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক সর্বোচ্চ ৭.২৫ শতংশ হারে সুদ দিচ্ছে আমানতকারীদের।
6/7আরবিএল ব্যাঙ্ক ৭ দিন থেকে ২৪০ মাস মেয়াদের স্থায়ী আমানতে ৩.২৫ থেকে ৬.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে সাধারণ আমানতকারীদের। এদিকে ব্যাঙ্কটি প্রবীণ নাগরিকদের ৩.৭৫ থেকে ৬.৭৫ শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে। ৪৫৩ দিন থেকে ৭২৫ দিন মেয়াদের স্থায়ী আমানতে সর্বোচ্চ ৭.৫৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্কটি। প্রবীণ নাগরিকরা এই মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৮.০৫ শতাংশ হারে সুদ পাবেন।
7/7কানাড়া ব্যাঙ্ক একটি ৬৬৬ দিন মেয়াদের একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালাচ্ছে। এই মেয়াদের ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমের অধীনে ব্যাঙ্ক সাধারণ আমানতকারীদের ৭ শতাংশ সুদের হার অফার করছে। এদিকে প্রবীণ নাগরিকদের এই ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্কের তরফে ৭.৫ শতাংশ সুদ পাবেন।