বাংলা নিউজ > ছবিঘর > IAF Exercise amid LAC Standoff: মানচিত্র বিতর্ক ও চিনের রক্তচক্ষুর জবাবে 'ত্রিশূল' মহড়া ভারতের, প্রস্তুত বায়ুসেনা

IAF Exercise amid LAC Standoff: মানচিত্র বিতর্ক ও চিনের রক্তচক্ষুর জবাবে 'ত্রিশূল' মহড়া ভারতের, প্রস্তুত বায়ুসেনা

বিগত কয়েক বছর ধরেই চিনের আগ্রাসী মনোভাবের সাক্ষা থেকেছে ভারত। কখনও অরুণাচল, ডোলাম তো কখনও লাদাখ। এরই মাঝে সম্প্রতি এক ভিত্তিহীন মানচিত্র প্রকাশ করে অরুণাচল ও লাদাখের বিস্তীর্ণ অঞ্চলকে নিজেদের বলে দাবি করেছে বেজিং। এই আবহে এবার ভারতীয় বায়ুসেনা ১০ দিনের একটি মহড়া করতে চলেছে।