এবারের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) টিম কম্বিনেশন কী হবে, তা নিয়ে জল্পনা চলছে।
1/9এই ২ জনের মধ্যে একজন প্রথম একাদশে থাকবেনই, আগেভাগেই ফাঁস করল KKR!
2/9শেলডন জ্যাকসন এবং স্যাম বিলিংস - তাঁদের মধ্যে এবারের আইপিএলে প্রথম একাদশে একজন খেলবেনই। এমনই ইঙ্গিত দিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। (ছবি সৌজন্যে, ফেসবুক @KolkataKnightRiders)
3/9সম্প্রতি কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। তাতে শেলডন এবং বিলিংসের ছবি ছিল। সঙ্গে বলা হয়, 'উইকেটের পিছনে আমাদের নয়া উইকেটকিপাররা।' (ছবি সৌজন্যে, ফেসবুক @KolkataKnightRiders)
4/9এবার নিলামে শেলডনকে ২০ লাখ টাকায় দলে নিয়েছে কেকেআর। (ফাইল ছবি)
5/9বিলিংসকে আবার দু'কোটি টাকায় নিয়েছে কলকাতা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
6/9সেইসঙ্গে বাবা ইন্দ্রজিৎকেও নেওয়া হয়েছে। তার ফলে কেকেআরের হাতে তিনজন উইকেটকিপার ব্যাটার আছে। যদিও প্রথম একাদশে যে বাবাকে আপাতত উইকেটকিপার হিসেবে ভাবা হচ্ছে না, তা স্পষ্ট করে দিয়েছে কেকেআর।
7/9সেই পরিস্থিতিতে শেলডন এবং বিলিংসের মধ্যে একজনকে উইকেটকিপার হিসেবে খেলাবে কেকেআর। কে খেলবেন, তা সম্পূর্ণ নির্ভর করছে দলের কম্বিনেশনের উপর। (ছবি সৌজন্যে, ফেসবুক @KolkataKnightRiders)
8/9আপাতত যা পরিস্থিতি, তাতে সবকিছু ঠিক থাকলে কেকেআরের প্রথম একাদশে তিন বিদেশি নিশ্চিত - আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং প্যাট কামিন্স। চতুর্থ বিদেশি হিসেবে অ্যালেক্স হেলস প্রথম একাদশে থাকতে পারেন। সেক্ষেত্রে বিধ্বংসী ওপেনারের সমস্যাও মিটবে কেকেআরের। তাই সেই কম্বিনেশন হলে প্রথম একাদশে থাকবেন শেলডন। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @ShelJackson27)
9/9আবার কেকেআর যদি ওপেনিংয়ে অজিঙ্কা রাহানেকে তুলে আনে, সেক্ষেত্রে বিলিংসকে প্রথম একাদশে রাখা হতে পারে। তখন হেলসকে প্রথম একাদশের বাইরে থাকতে হবে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)