যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ছাত্রমৃত্যুর পর থেকেই দাবি উঠেছে ক্যাম্পাসে সিসিটিভি বসানোর। তবে তার বিরোধিতায় সরব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। ক্যামেরার সামনে এক পড়ুয়া আবার বলে বসেন, 'ক্যাম্পাসে, মদ-সিগারেট খাওয়া অধিকার'। এই নিয়ে কী বলছে ফেটসু?
1/5 যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনার পর থেকেই দাবি উঠেছে ক্যাম্পাসে সিসিটিভি বসানোর। এর পক্ষে এবং বিপক্ষে একাধিক যুক্তি উঠে এসেছে। যাদবপুরের পড়ুয়াদের একাংশের মতে, সিসিটিভি বসিয়ে তাদের 'অধিকার' ও 'স্বাধীনতা' খর্ব করতে চাইছে কর্তৃপক্ষ। এই আবহে সিসিটিভির বিরোধিতায় সরব হয়েছে তারা।
2/5 এরই মাঝে এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে এক পড়ুয়া দাবি করেছিলেন, 'ক্যাম্পাসে মদ খাওয়া, সিগারেট খাওয়া অধিকার'। সেই মন্তব্য ঘিরে জোর বিতর্ক হয়েছে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই আরও জোরালো হয়েছে সিসিটিভির দাবি। আর এসবের মাঝে এবার এই ঘটনা নিয়ে মুখ খুলল যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্র সংসদ।
3/5 সিসিটিভি নিয়ে দাবির মাঝে হস্টে ছাত্রমৃত্যুর ঘটনা যেন পিছনের সারিতে চলে গিয়েছে। এই আবহে পড়ুয়ামৃত্যুর ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংগঠন - ফেটসু। পাশাপাশি সংগঠনের বক্তব্য, বিশ্ববিদ্যালয় চত্বরে মদ্যপান, ধূমপান বা মাদক সেবন কখনই সমর্থনযোগ্য হতে পারে না।
4/5 এদিকে সোশ্যাল মিডিয়ায় বহু ছাত্র নেতা ফেটসু থেকে পদত্যাগের ঘোষণা করেছেন। এই আবহে সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পদত্যাগীদের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখা হবে না আর। পাশাপাশি তাদের তরফে বলা হয়েছে, র্যাগিংয়ের কারণে ছাত্রমৃত্যুর ঘটনায় স্বচ্ছ এবং দ্রুত তদন্ত করতে হবে। র্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শীঘ্রই বৈঠক ডাকারও দাবি তুলেছে ফেটসু।
5/5 ফেটসু জানাচ্ছে, তাদের সংগঠন কোনও ধরনের ব়্যাগিংকেই সমর্থন করে না। পাশাপাশি তাদের দাবি, বিভাগীয় 'ফ্রেশার্স' বা নবীনবরণ অনুষ্ঠান এবং অন্যান্য বিভিন্ন সময়ে নবাগত পড়ুয়াদের ব়্যাগিংয়ের মুখে পড়তে হয়। এদিকে তাঁদের সংগঠনের কেউ যদি ক্যাম্পাসে মদ্যপান, ধূমপান বা মাদকসেবন করতে গিয়ে ধরা পড়েন এবং তাঁর শাস্তি হয়, তাহলে ফেটসু তাঁদের পাশে দাঁড়াবে না বলে জানানো হয়েছে।