বাংলা নিউজ > ছবিঘর > Johannesburg Fire: পাঁচতলা বিল্ডিং জুড়ে ছড়িয়ে পড়ল আগুন! ভয়াবহ অগ্নিকাণ্ডে জোহনেসবার্গে মৃত অন্তত ৫২

Johannesburg Fire: পাঁচতলা বিল্ডিং জুড়ে ছড়িয়ে পড়ল আগুন! ভয়াবহ অগ্নিকাণ্ডে জোহনেসবার্গে মৃত অন্তত ৫২

দক্ষিণ আফ্রিকার প্রশাসনের তরফে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে সেখানে ৫২ জন ইতিমধ্যেই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। আর ৪৩ জন এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

1/5 ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গে। সেখানে এক পাঁচতলা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার জেরে ৫২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মুহূর্তে দক্ষিণ আফ্রিকার 'ইমার্জেন্সি সার্ভিস' আসে ঘটনাস্থলে।  REUTERS/Shiraaz Mohamed TPX IMAGES OF THE DAY
2/5 দক্ষিণ আফ্রিকার প্রশাসনের তরফে জানা গিয়েছে সেখানে ৫২ জন ইতিমধ্যেই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। আর ৪৩ জন এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে।  REUTERS 
3/5 জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরবেলায় দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গে ওই বিল্ডিংয়ে আগুন সাগার ঘটনার কথা জানা যায়। স্থানীয় সময় ১.৩০ মিনিট নাগাদ আগুন লাগে বলে জানা যাচ্ছে। এদিকে, দক্ষিণ আফ্রিকার ‘ইমার্জেন্সি সার্ভিস’এর সকলে ততক্ষণে ওই বিল্ডিং থেকে বাসিন্দাদের বের করতে উদ্যোগ নেন।   EMS/Handout via REUTERS 
4/5 জানা গিয়েছে, যে বিল্ডিংয়ে এই অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে, সেখানে ২০০ জনেরও বেশি গৃহহীন বসবাস করছিলেন। সেখানেই ঘটে গিয়েছে এই কাণ্ড। কী থেকে আগুন লেগেছে, তা নিয়ে রয়েছে বহু জল্পনা। ওই বিল্ডিং ছিল অস্থায়ী বাসস্থান।  (AP Photo)
5/5 গোটা অগ্নিকাণ্ডের নানান ভয়ঙ্কর ছবি ও ভিডিয়ো এই মুহূর্তে ছড়িয়ে পড়তে শুরু করেছে ইন্টারনেটে। তারফলে গোটা পরিস্থিতির দৃশ্য সামনে আসতে শুরু করেছে। দিকে দিকে আর্তনাদ আর স্বজনহারার কান্না জোহনেসবার্গের রাস্তা জুড়ে।  REUTERS/Siphiwe Sibeko

আরও ছবি