সোশ্যাল মিডিয়ায় মন জিতল খুদে কেজরিওয়াল
Updated: 11 Feb 2020, 06:10 PM IST
HT Bangla Correspondent
রাজনীতির ময়দানে ফের জয়ী অরবিন্দ কেজরিওয়াল। ৬৩ আসন ...
more
রাজনীতির ময়দানে ফের জয়ী অরবিন্দ কেজরিওয়াল। ৬৩ আসন পেয়ে তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এদিন ছেয়ে রইল কেজরিওয়ালের মিনি ভার্সান, খুদে মাফলারম্যান। এক আপ সমর্থক তার ছেলেকে কেজরিওয়ালের মতো করে সাজিয়ে এনেছিলেন। মুহূর্তেই ভাইরাল ছবি। এমনকী তা টুইট করল আপের অফিশিয়াল অ্যাকাউন্ট। রাজনীতি ভুলে সবার মুখেই তখন বাচ্চাটিকে দেখে এক গাল হাসি।
1/4এই হল খুদে কেজরিওয়াল। ছবি সৌজন্যে HT
2/4কেজরিওয়ালের মতো ম্যানারিজিমে দ্রুত সবার মন কাড়ল খুদে। ছবি সৌজন্যে HT
3/4মুহূর্তেই মিনি কেজরির সঙ্গে সেলফি তোলার ধুম
4/4অবাক চোখে চারিদিকে দেখছে সে- ছবি সৌজন্যে HT
অন্য গ্যালারিগুলি