KL Rahul-Athiya Shetty: বিয়ের পর্ব মিটতেই পাপারাৎজিদের সামনে এলেন বর-কনে। নতুন বউয়ের উপর থেকে চোখ ফেরানো দায়! পাশে সাদা শেরওয়ানিতে ঝলমলে কেএল রাহুল।
1/5সাত পাকে বাঁধা পড়লেন সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টি এবং ভারতীয় ক্রিকেট টিমের তারকা ব্যাটসম্যান কেএল রাহুল। ২০১৯ সালে প্রেমের বাঁধনে বাঁধা পড়েছিলেন এই জুটি, অবশেষে পরিণতি পেল এই প্রেমের কাহিনি (ছবি-বারিন্দর চাওয়ালা)
2/5সোমবার সুনীল শেট্টির খান্ডালার খামারবাড়ি ‘জাহান’-এ বসেছিল বিয়ের আসর। বিয়ের পর্ব মিটতে কথা মতো মিডিয়ার সামনে এলেন রাহুল-আথিয়া। নতুন বউয়ের উপর থেকে চোখ সরছে না রাহুলের। আথিয়ার কোমরে হাত দিয়ে জমিয়ে পোজ দিলেন ক্রিকেট তারকা।
3/5বিয়েতে হালকা গোলাপি লেহেঙ্গায় সাজলেন আথিয়া, সঙ্গে কুন্দনের নকশা কাটা জড়োয়া হার। কেএল রাহুলের দেখা মিলল সাদা রঙা শেরওয়ানিতে। সঙ্গে ছিল গলায় সবুজ নেকলেস। একদম রাজকীয় সাজে ধরা দিলেন বর-কনে।
4/5বিয়ের ছবি শেয়ার করে আথিয়া লেখেন, ‘তোমার আলোয় আমি ভালোবাসতে শিখেছি’। এরপর সুনীল কন্যার সংযোজন- ‘আজ আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমরা বিয়ের বাঁধনে বাঁধা পড়লাম সেই বাড়িতে যে বাড়িটা আমাদের খুব আনন্দ আর শান্তি দিয়েছে। হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরপুর। আমরা সকলের আর্শীবাদ চাইছি এই নতুন যাত্রাপথে’।
5/5মাত্র ১০০ জনের উপস্থিতিতে বিয়ে করেছেন রাহুল-আথিয়া। বলিউড থেকে শেট্টি পরিবারের ঘনিষ্ঠরা আমন্ত্রিত এই অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠান জুড়ে ছিল ‘নো-ফোন পলিসি’। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল শেট্টি জানান, আইপিএল মিটলে আথিয়া-রাহুলের বিয়ের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হবে।