বুধবার রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানো হয়েছে। সেইসঙ্গে ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে ক্যাশ রিজার্ভ রেশিয়ো (সিআরআর)। সেই জোড়া ‘ধাক্কায়’ ইএমআই বাড়তে পারে বলে মত সংশ্লিষ্ট মহলের।
1/4লাগামছাড়া মূৃল্য়বৃদ্ধিতে রাশ টানতে (আমজনতার হাতে টাকা কম করতে) ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। সেইসঙ্গে ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে ক্যাশ রিজার্ভ রেশিয়ো (সিআরআর)। সেই জোড়া সিদ্ধান্তের ফলে আমজনতার উপর ইএমআইয়ের বোঝা বাড়তে চলেছে বলে সংশ্লিষ্ট মহলের মত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/4যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ধার দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক, সেটাই হল রেপো রেট। বিশেষজ্ঞদের মতে, সেই রেপো রেট বৃদ্ধির ফলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে বাড়তি সুদ দিতে হবে। যা নিজেদের ঘর থেকে দেবে না ব্যাঙ্কগুলি। সেই পরিস্থিতিতে আমজনতার উপর ঋণ বাড়ানো হতে পারে। অর্থাৎ এবার বেশি ইএমআই গুনতে হওয়ার সম্ভাবনা আছে। লোনের জন্য বেশি হারে সুদ দিতে হবে আমজনতাকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/4কোন কোন ক্ষেত্রে ইএমআই বেশি দিতে হতে পারে? বিশেষজ্ঞদের মতে, গাড়ি, বাড়ির ক্ষেত্রে সুদের হার বাড়ানো হতে পারে। ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কম বলে মত বিশেষজ্ঞদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/4একইভাবে সিআরআর বৃদ্ধি পাওয়ায় আমজনতার উপর সুদের উপর বোঝা বাড়তে পারে। মোট আমানতের যতটা অংশের অর্থ বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে জমা রেখে দিতে হয়, সেটাই হল সিআরআর। এবার আরবিআই সিআরআর বাড়ানোর ফলে ব্যাঙ্কগুলিকে আরও বেশি অর্থ জমা রাখতে হবে। সেই পরিস্থিতিতেও নিজেদের হাতে বেশি অর্থ রাখতে ব্যাঙ্কগুলি সুদের হার বাড়াতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)