Lucky Zodiacs till Tuesday: হাতে মাত্র দু'দিন পড়ে। তারপরেই রাশি পরিবর্তন হবে সূর্যের। আগামী বুধবার প্রবেশ করবেন মিথুন রাশিতে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের রাজা যতদিন বৃষ রাশিতে আছেন, ততদিন লাভবান হবেন একাধিক রাশির জাতকরা। সেই তালিকায় কারা আছেন, তা দেখে নিন -
1/5অর্থ লাভ থেকে চাকরিতে উন্নতি - সীমাহীন সুখে ইতি পড়বে ২ দিনের মধ্যেই। (ছবিটি প্রতীকী)
2/5বৃষ রাশি- আয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে মান-সম্মান বাড়বে। চাকরির ক্ষেত্রে সাফল্যের মুখ দেখবেন। আপনি যে কাজ করবেন, তা প্রশংসিত হবে। ব্যবসায় সাফল্য লাভ করবেন। এই সময় ঘুরতে যেতে পারেন। তা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে।
3/5বৃশ্চিক রাশি- আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকরিতে উন্নতির যোগ আছে। লেনদেনের ফলে লাভবান হবেন। মান-সম্মান বাড়বে। দাম্পত্য জীবন সুখকর হবে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। গাড়ি কিনতে পারেন।
4/5ধনু রাশি- এই সময় আপনার আয় বাড়বে। তার ফলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে। এই সময় বিনিয়োগ করলে লাভবান হবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় দুর্দান্ত কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। বিবাহিত জীবন সুখকর হবে।
5/5কুম্ভ রাশি- অর্থ লাভ হবে। তার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে। এই সময় নয়া কাজ শুরু করতে পারেন। চাকরিতে উন্নতির যোগ আছে। ব্যবসায়ীরা মুনাফা লাভ করবেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় শুভ থাকবে। ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)