Mangal Gochar Astrology 2022: মেষ রাশিতে মঙ্গলের গোচরের প্রভাবে আর্থিক দিক থেকে একাধিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের। পড়ুয়াদের জন্য এই সময় অত্যন্ত অনুকূল থাকবে। কোথাও যাওয়ার যোগ তৈরি হতে পারে।
1/12জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, মঙ্গলের রাশি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই ১০ অগস্ট থেকে মঙ্গল বৃষ রাশিতে সঞ্চার করেছে। আর তার প্রভাবে একাধিক রাশিতে শুভ সময় আসতে চলেছে। ১৬ অক্টোবর পর্যন্ত মঙ্গল বৃষ রাশিতে থাকবে। অর্থাৎ দুর্গাপুজো, লক্ষ্মীপুজো কাটিয়েও ভালো সময় থাকবে। ফলে একাধিক রাশিতে তার সুফল দিতে চলেছে ওই গ্রহ। মঙ্গলের গোচরে ১২ রাশির রাশিফল একনজরে দেখে নেওয়া যাক।
2/12মেষ- মেষ রাশিতে মঙ্গলের গোচরের প্রভাবে আর্থিক দিক থেকে একাধিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের। পড়ুয়াদের জন্য এই সময় অত্যন্ত অনুকূল থাকবে। কোথাও যাওয়ার যোগ তৈরি হতে পারে। ফাইল ছবি : পিটিআই
3/12বৃষ- মঙ্গল আপনার রাশির লগ্নভাবে থাকার ফলে মা বাবার সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না। তবে সাবধান হতে হবে।(ছবিটি প্রতীকী)
4/12কর্কট- কর্কট রাশির একাদশভাবে মঙ্গলের গোচর হচ্ছে। চাকরিরতদের কর্মক্ষেত্রে প্রশংসা আসতে পারে। কাজের জন্য সম্মান বাড়তে পারে। হতে পারে প্রমোশন।
5/12সিংহ- আপনাদের রাশির দশমভাবে রয়েছে সিংহ রাশি। এতে ব্যবসায়ে হতে পারে মুনাফা। শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত লোকজনের উন্নতি হতে বাধ্য।
6/12কন্যা- কন্যা রাশিতে নবমভাবে মঙ্গলের গোচর খুবই লাভদায়ী হবে। এতে আচমকা আসতে পারে টাকা। ভাই বোনের সহযোগিতা পেতে পারেন।
7/12তুলা- তুলা রাশির অষ্টমভাবে গোচর হচ্ছে মঙ্গলের। এটিকে খুব একটা শুভ মনে করা হয় না। বহু চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন এই সময়। কথা বার্তায় সংযত থাকতে হবে।
8/12বৃশ্চিক- বৃশ্চিক রাশির সপ্তমভাবে মঙ্গলের গোচর হচ্ছে। এই সময়কালে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ব্যবসায়ে পাবেন লাভ।
10/12মকর- মকর রাশির পঞ্চমভাবে মঙ্গলের গোচর হচ্ছে। চাকরিতে রয়েছে উন্নতি। আর ব্যবসায়িক দিক থেকে রয়এছে লাভ।
11/12কুম্ভ-কুম্ভ রাশির চতুর্থভাবে রয়েছে মঙ্গলের গোচর। এই সময় দাম্পত্যের সম্পর্ক খুবই ভালো হবে। মায়ের শরীরের দিকে খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হবে।
12/12মীন- মীন রাশিতে তৃতীয়ভাবে রয়েছে মঙ্গলের গোচর। এতে সাহস ও পরাক্রম বাড়বে। চাকরি ও ব্যবসার দিক থেকে এই সময় খুবই ভালো কাটবে। (এই আলেখ্যর তথ্যের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। সত্যতা যাচাই করতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)