রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সেইসময় নিয়ম ভেঙে কোনও গাড়ির পার্কিং করা হয়েছে। ব্যস, ছবি তুলে পাঠিয়ে দিন। তাহলেই পুরস্কার বাবদ নগদ টাকা মিলবে। এমনই আইন কার্যকরের বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় সড়কমন্ত্রী নীতিন গডকড়ি।
1/5নিয়ম ভেঙে উলটো-পালটা জায়গায় কেউ গাড়ি রেখে দিয়েছেন? সেই ছবি পাঠালে আপনাকে আর্থিক পুরস্কারও দেওয়া হতে পারে। এমনই আইন প্রণয়নের বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় সড়কমন্ত্রী নীতিন গডকড়ি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5বৃহস্পতিবার নয়াদিল্লিতে 'ইন্ডাস্ট্রিয়াল ডিকার্বনাইজেশন সামিট ২০২২'-তে গডকড়ি বলেন, 'আমি একটি আইন নিয়ে আসব। যে আইনের আওতায় ভুলভাবে পার্কিং করা গাড়ির ছবি পাঠানো ব্যক্তিকে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। যদি নিয়ম লঙ্ঘনকারীর থেকে ১,০০০ টাকা জরিমানা নেওয়া হয়, তাহলে (৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে)।' (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/5তবে মন্ত্রী যা বলেছেন, তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোনও ভাবনাচিন্তা করছে কিনা, সে বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। কতদিনের মধ্যে সেই আইন আনা হতে পারে, তা নিয়ে গডকড়িও কিছু জানাননি। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/5গডকড়ির বক্তব্য, এরকম আইন কার্যকর করা হলে পার্কিং সংক্রান্ত সমস্যা থেকে অনেকটাই মুক্তি মিলবে। (ফাইল ছবি, সৌজন্যে অরবিন্দ যাদব/হিন্দুস্তান টাইমস)
5/5তিনি আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন, গাড়ি পার্কিংয়ের জন্য সঠিক জায়গায় বেছে নেন না একাংশ। উলটে রাস্তাজুড়ে নিজেদের গাড়ির পার্কিং করে দেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)