বাংলা নিউজ > ছবিঘর > নিয়ম ভেঙে পার্কিং গাড়ির? ছবি পাঠালেই নগদ টাকা! নয়া আইনের ভাবনাচিন্তা গডকড়ির

নিয়ম ভেঙে পার্কিং গাড়ির? ছবি পাঠালেই নগদ টাকা! নয়া আইনের ভাবনাচিন্তা গডকড়ির

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সেইসময় নিয়ম ভেঙে কোনও গাড়ির পার্কিং করা হয়েছে। ব্যস, ছবি তুলে পাঠিয়ে দিন। তাহলেই পুরস্কার বাবদ নগদ টাকা মিলবে। এমনই আইন কার্যকরের বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় সড়কমন্ত্রী নীতিন গডকড়ি।