Who's Divita Rai: এই বছর মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন দিভিতা রাই। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি। এই মডেল প্রতিযোগীর আসল পরিচয় জানেন?
1/8মিস ইউনিভার্স ২০২৩-এর আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে প্রতিযোগীতায় লড়লেন মডেল দিভিতা রাই। তাঁর লাস্য়ের ছটায় মুগ্ধ গোটা দেশ। কে এই দিভিতা? বছর ২৩-এর এই মডেলের আসল বাড়ি কর্ণাটকে।
2/8কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরুকে জন্মগ্রহণ করেন দিভিতা। এরপর মুম্বইয়ে থাকতে শুরু করেন তিনি। স্যার জেজে কলেজ অফ আর্কিটেকচারে পড়াশোনা করেছেন।
3/8তিনি পেশায় একজন মডেল এবং আর্কিটেক্টও। পড়াশোনার পাশাপাশি মডেলিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল, পেইন্টিং, গান শোনা এবং খেলাধুলোও করতে পছন্দ করেন দিভিতা।
4/8২০২২ সালে মিস ডিভা ইউনিভার্সের খেতাব জিতেছিলেন দিভিতা রাই। হরনাজ সান্ধুর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন তিনি। ২০২১ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন ভারতীয় মডেল হরনাজ সান্ধু।
5/8কেরিয়ারের পাশাপাশি সমাজ-সেবামূলক কাজেও অংশ নেন দিভিতা। ক্যানসারে আক্রান্ত শিশুদের আর্থিক সাহায্যের জন্য ২০২১ সালে একটি তহবিল তৈরি করেছিলেন তিনি।
6/8টাইমস এন্টারটেইনমেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দিভিতা তার ব্যক্তিত্বকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ছোটবেলায় ছয়টি স্কুল পালটে ছিলেন তিনি। বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এবং থাকতে হয়েছিল তাঁকে।
7/8দিভিতার জীবনের স্লোগান হল, ‘জীবনকে আলিঙ্গন করা, পরিবর্তনের ভয় নয়, এবং প্রতিটি মুহূর্তকে পরিপূর্ণভাবে বেঁচে থাকা।’
8/8১৯৯৪ সালের মিস ইউনিভার্স সুস্মিতা সেন। প্রাক্তন এই মিস ইউনিভার্সকে নিজের অনুপ্রেরণা মনে করেন দিভিতা।