বাংলা নিউজ > ছবিঘর > Multibagger Infosys Shares: বোনাসের ছড়াছড়ি, জোড়া ‘উপহারে’ এই IT সংস্থার শেয়ারের মালিকরা হলেন ধনী, ১ লাখ হল ৯.৫৯ কোটি

Multibagger Infosys Shares: বোনাসের ছড়াছড়ি, জোড়া ‘উপহারে’ এই IT সংস্থার শেয়ারের মালিকরা হলেন ধনী, ১ লাখ হল ৯.৫৯ কোটি

স্টক মার্কেট কোনও জাদুর কাঠি নয়। এখানে আপনি বিনিয়োগ করার সাথে সাথে আপনার ভাগ্য নাও ঘুরতে পারে। এখানে ঝুঁকি আছে আবার লাভের সুযোগও আছে। এই কারণেই বিশেষজ্ঞরা সবসময় বিনিয়োগের আগে গবেষণা করার পরামর্শ দেন। বিনিয়োগকারী যদি কোম্পানির মৌলিক বিষয়গুলো পরীক্ষা করে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাহলে তাতে ভালো রিটার্ন আসবেই। তবে তার জন্য কখনও কখনও ধৈর্য ধরতে হয়। আর যে বিনিয়োগকারীরা ইনফোসিসের শেয়ারে ধৈর্য দেখিয়েছিলেন আজ তাঁরা লাভবান। ইনফোসিস এমন একটি স্টক যা বিনিয়োগকারীদের উচ্চ হারে রিটার্ন দিয়েছে গত কয়েক দশকে। পাশাপাশি একাধিকবার বোনাসও দিয়েছে এই সংস্থা।