কেরলে দুই শিশু Norovirus-এ আক্রান্ত। Rotavirus-এর সংক্রমণের সঙ্গে ডায়ারিয়ার সমস্যা মিলে যেমন উপসর্গ দেখা দিতে পারে, এটিও অনেকটা তেমনই।
1/7ভারতে শুরু হয়েছে নরোভাইরাসের সংক্রমণ। কেরলে দুই শিশু আক্রান্ত হয়েছে এই অসুখে। ইতিমধ্যেই চিকিৎসকরা সতর্ক করেছেন এই অসুখটি সম্পর্কে।
2/7কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এটি মারাত্মক ছোঁয়াচে একটি রোগ। এই রোগ থেকে বাঁচার জন্য পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই দরকারি।
3/7কী এই নরোভাইরাস: আমেরিকার Centers for Disease Control (CDC) and Prevention-এর খুব ছোঁয়াচে এই ভাইরাসঘটিত রোগটি। একে ‘winter vomiting bug’ বা ‘stomach flu’ নামেও ডাকা হয়। যদিও এর সঙ্গে ফ্লুয়ের কোনও সম্পর্ক নেই।
4/7এর উপসর্গগুলি কী কী: নরোভাইরাস সংক্রমণের ফলে মূলত পেটের সমস্যা দেখা দেয়। বমি, ডায়েরিয়া, বমি বমি ভাব লেগেই থাকে। এছাড়াও জ্বর, মাথাব্যথা, গায়ে-হাতে-পায়ে ব্যথাও হতে পারে।
5/7কীভাবে ছড়ায় এটি? মূলত খাবার এবং জল থেকে। যদি খাবার বা জলে এই জীবাণু থাকে, তাহলে সেখান থেকে সংক্রমিত হতে পারেন। তাছাড়া আক্রান্ত ব্যক্তির থেকেও ছড়াতে পারে এটি।
6/7কীভাবে বাঁচবেন: পরিচ্ছন্নতাই সবচেয়ে ভালো রাস্তা। বারবার হাত ধুয়ে নিন। আক্রান্তের কাছে বেশি যাবেন না।
7/7এই রোগের চিকিৎসা: এখনও পর্যন্ত এর কোনও ওষুধ নেই। বেশি মাত্রায় জল খাওয়া এই রোগ তাড়াতাড়ি সারানোর সবচেয়ে ভালো উপায়। এমনই বলছেন চিকিৎসকরা।