PM Kisan 13th Installment Date: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১২ টি কিস্তির টাকা পেয়ে গিয়েছেন কৃষকরা। এবার ত্রয়োদশ কিস্তির ২,০০০ টাকার অপেক্ষা করে আছেন তাঁরা। কবে টাকা পাবেন কৃষকরা, তা দেখে নিন -
1/5কবে আসবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ত্রয়োদশ কিস্তির টাকা? তা নিয়ে চলছে জল্পনা। একাধিক রিপোর্ট অনুযায়ী, জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে দেশের কোটি-কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ২,০০০ টাকা জমা পড়তে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5২০২২ সালের ১ জানুয়ারি পিএম কিষান সম্মান নিধির দশম কিস্তির ২,০০০ টাকা প্রদান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার কবে সেই অর্থ দেওয়া হবে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। একাধিক রিপোর্ট অনুযায়ী, জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে দেশের ১২ কোটি কৃষকের অ্যাকাউন্টের ত্রয়োদশ কিস্তির টাকা ঢুকে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় বছরে মোট ৬,০০০ টাকা পান কৃষকরা। তিন দফায় সেই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ বছরে তিনটি কিস্তিতে টাকা পাঠানো হয়। প্রতিটি কিস্তিতে ২,০০০ টাকা পান কৃষকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5ত্রয়োদশ কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি থাকতে হবে। তাঁরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-তে গিয়ে কৃষকরা ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5PM Kisan-র টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, কীভাবে দেখবেন? ১) প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-তে যান। ২) ওয়েবসাইটের ডানদিকে 'Farmers Corner' আছে। নীচে আছে 'Beneficiary Status' ট্যাব। তাতে ক্লিক করুন। ৩) তারপর ‘Mobile number’ বেছে নিন। 'Registration Number'-তে ক্লিক করুন। তারপর ক্যাপটা দিতে হবে। তারপর 'Get Data'-তে ক্লিক করুন। ৪) আপনার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা ঢুকেছে কিনা, তা দেখতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)