তাঁর জীবন ঘিরে রয়েছে বিতর্ক, তবে নিন্দুকদের পাত্তা দেন না তিনি। পাঁচ নম্বর বার বিয়ের পিঁড়িতে বসলেন শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি।
1/10বিতর্ক পিছু ছাড়ে না তাঁর। ব্যক্তিগত জীবন হোক বা পেশাদার জীবন- বিতর্ক পরীমনির সব সময়ের সঙ্গী। কখনও যৌন হেনস্থা, কখনও মাদক মামলা, তো কখনও একাধিক বিয়ে বা প্রেম সম্পর্ক। কাজের বাইরে এই সকল কারণে সারাক্ষণ চর্চায় থাকেন পরীমনি। মা হওয়ার ঘোষণা সেরেছেন দিন কয়েক আগেই, এবার বিয়ে করলেন পরীমনি।
2/10পরীমনির স্বামীও অভিনয় জগতের পরিচিত মুখ অভিনেতা শরীফুল রাজ। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন ‘গুনিন’ ছবির শ্যুটিং সেটে গোপনে রাজকে বিয়ে করেছেন তিনি। তবে চলতি মাসের শুরুতে তাঁর মা হতে চলবার খবর প্রকাশ্যে আসবার পর ফের বিয়ে করলেন দুজনে।
3/10একদম ঘরোয়া আয়োজনে চারহাত এক বল রাজ-পরীর। দুই পরিবারের সদস্যরা ছাড়াও এই বিয়েতে উপস্থিত ছিলেন ঢালিউডের তিন নামী প্রযোজক গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি।
4/10বিয়ের দিন পরীমনি পরেছিলেন খয়েরি রঙের বেনারসি, তার উপর সোনালি কাজ। মাথায় সোনালি ওড়না আর গা ভর্তি সোনার গহনা। হাতে লাল রাঙের কাঁচের চুড়ি পরেছিলেন অভিনেত্রী, যা তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিল।
5/10বউয়ের সঙ্গে মিল রেখেই সেজেছিলেন রাজ। ঘন সবুজ বন্ধগলার উপর সোনালি এমব্রয়ডারি করা, মাথায় পাগড়ি। এদিনের বিয়ে ছিল আনুষ্ঠানিকতা মাত্র, কারণ আগেই একবার বিয়ে করেছেন দুজনে। তবুও বিয়ের মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন পরীমনি।
6/10রাজকে বিয়ে করে কেঁদে ভাসান পরীমনি।
7/10বিয়ের আসরে হাসিমুখে নবদম্পতি। গত বছর ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। বিয়ের তিন মাস পর ফের বিয় করলেন এই জুটি।
8/10তবে বাংলাদেশের সংবাদমাধ্যম হোক আর সোশ্যাল মিডিয়া সর্বত্রই চর্চা, ‘পরীমনির পাঁচ নম্বর বিয়ের স্থায়িত্ব কতদিনের জন্য?’ শরীফুল রাজ পরীমনির চার নম্বর না পাঁচ নম্বর স্বামী? সেই নিয়ে বিতর্ক রয়েছে।
9/10শোবিজ দুনিয়ায় আসবার আগেই দূর সম্পর্কের দাদা সমাইল হোসেনকে বিয়ে করেছিলেন। সালটা ২০১০, দু বছর পর ফেরদৌস কবীর সৌরভ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় পরীমনির। এরপর ২০২০ সালের ১৪ই এপ্রিল সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী। গত বছর এপ্রিলে তাঁদের বিয়ের তারিখ পাকা ছিল, তবে সম্পর্ক টেকেনি। অনেকেই বলেন তামিম-পরীমনির বিয়েটা হয়ে গিয়েছিল। এখানেই শেষ নয়, ২০২১ সালের মার্চে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরীমনি। তবে তিন মাসও টেকেনি সেই বিয়ে।
10/10তামিম হাসানের সঙ্গে পরীমনির বিয়ে হয়েছিল কিনা তা নিয়ে দ্বিমত রয়েছে, তাই শরীফুল রাজ পরীমনির চতুর্থ না পঞ্চম স্বামী এই প্রশ্নের জবাব একমাত্র পরীমনিরই জানা। তবে সবার প্রার্থনা এবার অন্তত মন টিকিয়ে সংসার করুক পরীমনি। কেউ কেউ তো বলছেন, এবার যখন মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তখন রাজের সঙ্গে বিয়েটা টিকে যাবে বোধহয়!