Rain Forecast in North Bengal: ঘূর্ণিঝড় অশনি সেভাবে প্রভাব ফেলেনি পশ্চিমবঙ্গে। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার ঘূর্ণিঝড়ের জেরে উত্তরবঙ্গের পরিমণ্ডলের প্রচুর পরিমাণে দখিনা বাতাস প্রবেশ করেছে। তার ফলে তিনদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি তিন জেলাতেও বৃষ্টি চলবে। আগমী শনিবার (১৪ মে) পর্যন্ত উত্তরবঙ্গের কোন জেলায় কত বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/6আগামী বৃহস্পতিবার (১২ মে) থেকে আগামী শনিবার (১৪ মে) পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষত আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির প্রাবল্য বেশি থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/6মঙ্গলবার আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় উত্তরবঙ্গের পরিমণ্ডলে প্রচুর পরিমাণে দখিনা বাতাস ঢুকছে। তার প্রভাবেই উত্তরবঙ্গের পাঁচ জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/6বুধবার উত্তরবঙ্গের কোথায় বৃষ্টি: উত্তরবঙ্গের আট জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ) দু'একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোথায় বৃষ্টি: বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হবে। বাকি তিন জেলার দু'একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6শুক্রবার উত্তরবঙ্গের কোথায় বৃষ্টি: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হবে। বাকি পাঁচ জেলার দু'একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6শনিবার উত্তরবঙ্গের কোথায় বৃষ্টি: শুক্রবারের মতো শনিবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি বেশি হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। বাকি পাঁচ জেলার দু'একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)