Rain Forecast on Jamai Sasthi: রাত পোহালেই জামাইষষ্ঠী। যেদিন জামাইদের আপ্যায়ন করবেন শ্বশুর-শ্বাশুড়িরা। জামাইরা কবজি ডুবিয়ে খাবেন। কিন্তু বৃষ্টির জন্য জামাইদের শ্বশুরবাড়ি যাওয়া কি মাটি হবে? জামাইষষ্ঠীর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/5জামাইষষ্ঠীর দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে। অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। কয়েকটি জেলার একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ঝড়ের বেগ ৩০-৪০ কিলোমিটার হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5তবে সার্বিকভাবে দিনভর আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে। জামাইষষ্ঠী তাই বৃষ্টিতে মাটি হবে না। বরং গরমের মধ্যেই জামাইদের শ্বশুরবাড়ি যেতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)