প্রেম বা বৈবাহিক সম্পর্কের সঙ্গে অনেকগুলি আবেগ জড়িয়ে থাকে। তার কোনওটিতে আঘাত লাগলে ভেঙে যেতে পারে সম্পর্ক। কোন কোন লক্ষণ দেখলেই সচেতন হবেন? সম্পর্ক টিকিয়ে রাখতে কী করবেন?
1/7সম্পর্কে ওঠানামা লেগেই থাকে। ঝগড়াঝাটি হওয়ার স্বাভাবিক। কিন্তু কখনও কি মনে হচ্ছে, আপনাদের মধ্যে দূরত্ব বাড়ছে? কিংবা সম্পর্ক ভেঙে যেতে পারে? এখন কি মনে হচ্ছে, উনি আর আপনার প্রতি আগের মতো টান অনুভব করেন না? এই অবস্থায় সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে অবশ্যই কয়েকটি নিয়ম মেনে চলুন। তেমনই পরামর্শ দিচ্ছেন সম্পর্ক বিশারদরা।
2/7এমতাবস্থায় প্রথমেই বোঝার চেষ্টা করুন, সমস্যাটি ঠিক কোথায় হচ্ছে। ঠিক কোন কারণে আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার প্রতি আর আগের মতো টান অনুভব করছেন না? বা কোন কোন জিনিসের জন্য আপনাদের দূরত্ব বাড়ছে?
3/7কথা বলুন: যে কোনও সমস্যা কাটাতে বা যে কোনও ধরনের দূরত্ব ঘোচাতে কথা বলাটা সবচেয়ে বেশি দরকারি। তাই আপনার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করুন। তাতে অনেক সম্পর্কই টিকে যায়।
4/7শুধু দু’জনে: নিজেরা একটু বেশি করে সময় কাটান। দূরত্ব কমাতে এর কোনও তুলনা হয় না। শুধুমাত্র দু’জনে যদি বেশ কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারেন, তাহলে বহু সমস্যাই কেটে যেতে পারে।
5/7কাজের ভাগাভাগি: অনেক সময়েই সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে থাকে বাড়ির কাজকর্মের ঠিকঠাক ভাগাভাগি না হওয়া। বেশির ভাগ নারী-পুরুষের সম্পর্কেই দেখা যায়, নারীদের বাড়ির কাজ বেশি করতে হয়। অফিস বা অন্য কাজ সামলানোর পরে বাড়ির কাজের চাপের কারণেই দূরত্ব বাড়েত থাকে দু’জনের মধ্যে। এই বিষয়ে সচেতন হন।
6/7ভালো দিকগুলি দেখুন: দোষেগুণে মানুষ। অন্য জনের মধ্যে এমন অনেক কিছু থাকতে পারে, যা আপনার পছন্দ নয়। কিন্তু এমন কিছুও নিশ্চয়ই আছে, যা আপনার চোখে ভালোও। সেই কারণেই তো প্রেমের সম্পর্কটা তৈরি হয়েছিল। সেই সব ভালো দিকগুলো মনে রাখুন। তাতে সম্পর্ক মজবুত হবে।
7/7বিশেষজ্ঞের পরামর্শ নিন: অনেক সময় পুরোটা আমাদের হাতে থাকে না। সম্পর্ক টেকাতে চাইলেও, ঠিক কোন রাস্তায় হাঁটা উচিত, তা আমরা বুঝতে পারি না। আর এই বিষয়ে আমাদের সাহায্য করতে পারেন কোনও বিশেষজ্ঞ। তাই সমস্যা দেখা গিলে, মনোবিদ বা সম্পর্ক বিশারদের পরামর্শ অবশ্যই নিন।