শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিগত এক বছর ধরেই তোলপাড় রাজ্য। নিয়োগ দুর্নীতিতে শাসকদলের প্রভাবশালীদের নাম জড়িয়েছে। গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় থেকে মানিক বন্দ্যোপাধ্যায়রা। এই আবহে এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির থিমেই তৈরি হল সরস্বতী পুজোর মণ্ডপ।
1/5এর আগে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবি অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রচুর নগদ অর্থ। সেই ঘটনাকে তুলে ধরতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবীর অর্পিতা মুখোপাধ্যায়ের মূর্তি বসানো হয়েছে সরস্বতী পুজোর মণ্ডপে। সেই দুই মূর্তির সামনে রাখা আছে দাড়িপাল্লা। এক দিকে ৫০০ টাকা, ২০০০ টাকার নোট আর সোনার গয়না। অপরদিকে রয়েছেন মা সরস্বতী। (PTI)
2/5কাঁকুরগাছি রেল ব্রিজ লাগোয়া একটি মণ্ডপের সরস্বতী পুজোর থিম হল 'আপা এডুকেশন সেন্টার'। দাড়িপাল্লায় টাকা এবং গয়নার ভারে হালকা হয়েছেন দেবী সরস্বতী। তার পিছনে ফ্লেক্স লেখা এখানে সুলভ মূল্যে ফেলু মাস্টারদের সরকারি শিক্ষক বানানো হয়। আপা এডুকেশন সেন্টার। (PTI)
3/5একদিকে যেখানে মণ্ডপের সামনে ফ্লেক্সে লেখা 'বঙ্গে বিক্রি বিদ্যা'। অপরদিরে মণ্ডপের অন্য পাশে তৈরি হয়েছে ধরনা মঞ্চ। সেখানে ধর্না দিচ্ছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। মূর্তি গড়েই সেই প্রতিবাদ দেখানো হয়েছে। তাদের বিভিন্ন দাবিদাওয়া লেখা হাতে ধরে থাকা প্ল্যাকার্ডে। তাদের মাঝে আছে সরস্বতী মূর্তি। (PTI)
4/5একদিকে যেখানে মণ্ডপের সামনে ফ্লেক্সে লেখা 'বঙ্গে বিক্রি বিদ্যা'। অপরদিরে মণ্ডপের অন্য পাশে তৈরি হয়েছে ধরনা মঞ্চ। সেখানে ধর্না দিচ্ছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। মূর্তি গড়েই সেই প্রতিবাদ দেখানো হয়েছে। তাদের বিভিন্ন দাবিদাওয়া লেখা হাতে ধরে থাকা প্ল্যাকার্ডে। তাদের মাঝে আছে সরস্বতী মূর্তি। (PTI)
5/5বিশ্বজিৎ মণ্ডপের থিম সম্পর্কে বলেন, প্রতিবাদ জানাতে আমরা মণ্ডপে একটা ধর্না মঞ্চ তৈরি করেছি। আরও একটি মঞ্চে দেখানো হবে টাকার পাহাড়ে অর্পিতা এবং পার্থ। তাঁরা দেবী সরস্বতীকে বিক্রি করে দিচ্ছে। আর, অন্য একদিকে রাখা হয়েছে একটি খাঁচা। যেখানে বোঝানো হবে যে আমাদের পশ্চিমবঙ্গে দেবী সরস্বতী আজ খাঁচায় বন্দি। (PTI)