বাংলা নিউজ >
ছবিঘর >
SL vs IND: পরিচয় করে নিন মেন ইন ব্লুজের নতুন ছয় সদস্যের সঙ্গে
SL vs IND: পরিচয় করে নিন মেন ইন ব্লুজের নতুন ছয় সদস্যের সঙ্গে
Updated: 13 Jul 2021, 06:39 PM IST
লেখক Sanjib Halder
ভারতের শ্রীলঙ্কা সফরের দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। যখন ইংল্যান্ডের মাটিতে বিরাট অ্যান্ড কোম্পানি পরীক্ষা দেবেন, তখন শ্রীলঙ্কার মাটিতে খেলবেন দ্রাবিড়ের তরুণ ব্রিগেড। চলুন দেখে নেওয়া যাক ভারতের তরুণ ব্রিগেডের ছয় সদস্যকে।
1/6প্রথমবার জাতীয় দলের জার্সিতে ফটো তুললেন নীতিশ রানা। শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে সুযোগ পেয়েছেন প্রথমবার। ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে তৈরি তিনি।
2/6বরুণ চক্রবর্তীর স্পিনের দিকে তাকিয়ে থাকবে সকলে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন আইপিএলে। তামিলনাড়ুর এই স্পিনার এর আগেও একবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু ফিটনেস টেস্টে পাশ করতে না পেরে ছিটকে যান। এবার সব জবাব দিতে চাইবেন নাইট বোলার বরুণ চক্রবর্তী।
3/6এই বছরটা বাইশ গজের বাইরে খুব একটা ভাল কাটেনি চেতনের। বাবা ও দাদাকে হারিয়েছেন তিনি। তবে বাইশ গজে ফুল ফুটিয়েছেন চেতন সাকারিয়া। রাজস্থানের হয়ে চলতি আইপিএলে দারুণ খেলেছেন। জাতীয় দলেও সুযোগ চলে এসেছে এই তরুণে কাছে।
4/6আরসিবির জার্সিতে দেবদূত পাডিক্কাল গত দুই মরসুমে আইপিএলে দারুণ পারফরম্যান্স করেছিলেন। ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক ভাবে ভালো খেলেছেন। এবার মেন ইন ব্লুজের জার্সি পড়ার সুযোগ পেলেন। শ্রীলঙ্কা সফরে নিজেকে প্রমাণ করতে চান দেবদূত পাডিক্কাল।
5/6রুতুরাজ গায়কোয়াড় চেন্নাইয়ের ওপেনার হিসেবে গত মরসুমে খুব একটা ছাপ রাখতে পারেননি। তবে এবার ফাফ ডু প্লেসির সঙ্গে ইনিংসের শুরুতে নেমে প্রতি ম্যাচেই রান করেছেন। রুতুরাজের ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলের স্কোয়াড সুযোগ করে দিয়েছে।
6/6ভারতের ভবিষ্যতের একজন সফল অলরাউন্ডার কর্নাটকের কৃষ্ণাপ্পা গৌতম। ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন সকলের, বহুদিন ধরেই জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন। এবার সুযোগকে কাজে লাগাতে চান গৌতম।