Special Yog on Shraban Mash 2022: শ্রাবণ মাসের প্রথম ১২ দিন বিশেষ যোগ আছে। যে যোগ গত ১৭ জুলাই তৈরি হয়েছে। সূর্য এবং বুধ একই রাশিতে থাকার ফলে তৈরি হয়েছে বুধাদিত্য রাজযোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেই রাজযোগের ফলে শ্রাবণের প্রথম ১২ দিন লাভবান হবেন চার রাশির জাতকরা। কাদের সেই সৌভাগ্য হবে, তা দেখে নিন -
1/5মেষ রাশি- বুধাদিত্য যোগের ফলে মেষ রাশির জাতকরা লাভবান হবেন। চাকরির ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা ভালো হবে। কোনও সম্পত্তি কিনতে পারেন মেষ রাশির জাতকরা। মান-সম্মান বাড়বে।
2/5কর্কট রাশি- সূর্য এবং বুধ একই রাশিতে থাকায় যে রাজযোগ তৈরি হয়েছে, তার ফলে কর্কট রাশির জাতকরা সুখবর পাবেন। আচমকা ধনপ্রাপ্তির যোগ আছে। ভাগ্যের পূর্ণ সহায়তা মিলবে। যে কর্কট রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁরা আরও বেশি মুনাফা লাভ করবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5কন্যা রাশি- বুধাদিত্য যোগের ফলে লাভবান হবেন কন্যা রাশির জাতকরাও। আয় বৃদ্ধি পাবে। আচমকা ধনপ্রাপ্তির যোগ আছে। আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে। ব্যবসার ক্ষেত্রে লাভবান হবেন। কোনও সম্পত্তি কেনার বিষয়ে ভাবনাচিন্তা করতে পারেন। কেউ কেউ এই সময়ের মধ্যে গাড়ি বা বাড়ির অগ্রিম বুকিংও সেরে রাখতে পারেন।
4/5তুলা রাশি- বুধাদিত্য যোগের ফলে পেশাদারি ক্ষেত্রে তুলা রাশির জাতকরা একধাপ এগিয়ে যাবেন। চাকরিতে উন্নতি হবে। সার্বিকভাবে তুলা রাশির জাতকদের কেরিয়ারে নয়া জোয়ার আসবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করবেন।
5/5(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)