একই প্রযোজনা সংস্থার এই দুই সিরিয়াল চলতিবার জলসা পরিবার অ্যাওয়ার্ডে ‘কামাল’ করে দেখিয়েছে। জেনে নিন কোন কোন বিভাগে পুরস্কৃত ‘গাঁটছড়া’ ও ‘মনফাগুন’।
1/6অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। চলতি সপ্তাহের শেষেই টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। চলতিবার কাদের হাতে উঠেছে সেরার পুরস্কার সেই রহস্য আগেই আপনাদের সামনে ভেদ করেছে হিন্দুস্তান টাইমস বাংলা। এবার ‘মন ফাগুন’ ও ‘গাঁটছড়া’ সিরিয়ালের প্রযোজনা সংস্থার তরফে রইল বিরাট সারপ্রাইজ। (ছবি-ফেসবুক)
2/6অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট সম্প্রতি প্রকাশ্যে এনেছে ‘মন ফাগুন’ ও ‘গাঁটছড়া’ ধারাবাহিকের কলাকুশলীদের জেতা পুরস্কারের তালিকা ও সেই পুরস্কার হাতে তাঁদের ছবি। এবছর স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড-এ 'প্রিয় পরিবার' ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে প্রিয় 'মন ফাগুন'। জনতার বিচারে এই পুরস্কার গেছে তাঁদের ঝুলিতে। (ছবি-ফেসবুক)
3/6এই বার একের পর এক পুরস্কার গিয়েছে ‘মন ফাগুন’-এর ঝুলিতে। সেরা বর ও সেরা বউয়ের সম্মান গিয়েছে ঋষিরাজ ও পিহুর ঝুলিতে। জনতার ভোটিং-এর বিচারে সেরা জুটি শন-সৃজিলা মানে ঋষি-পিহু। (ছবি-ফেসবুক)
4/6মাত্র কয়েক মাসেই দর্শক মনে জায়গা করে নিয়েছে খড়ি আর ঋদ্ধিমান। ‘গাঁটছড়া’র সুবাদে সেরা ছেলে এবং সেরা পুরুষ স্টাইল আইকনের পুরস্কার গিয়েছে গৌরবের ঝুলিতে, অন্যদিকে সেরা মেয়ে এবং সেরা মহিলা স্টাইল আইকন নির্বাচিত হয়েছে ‘খড়ি’ শোলাঙ্কি। (ছবি-ফেসবুক)
5/6দীর্ঘ অভিনয় কেরিয়ারে মেলেনি স্বীকৃতি, তবে রাহুল চরিত্রের জেরে অনিন্দ্যর হাতে উঠেছে সেরা খলনায়কের অ্যাওয়ার্ড। আপ্লুত অভিনেতা।
6/6ঋদ্ধি-খড়ির সোয়্যাগে মুগ্ধ সব্বাই। চলতিবার ‘সোয়্যাগ জোড়ি’ হিসাবে বিশেষ পুরস্কার জিতে নিয়েছে গৌরব-শোলাঙ্কি। (ছবি-ফেসবুক)