1/7জ্যোতিষশাস্ত্রে সূর্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূর্যের রাশি পরিবর্তন হল ১৬ জুলাই। তার প্রভাব পড়বে সব রাশির উপরেই।
2/7সূর্যের রাশি পরিবর্তনের ফলে কোনও কোনও রাশির জাতকের জীবনে সমস্যা বাড়তে চলেছে। কিন্তু কোনও কোনও রাশির জাতকরা এর ফলে উপকৃতও হবেন। দেখে নেওয়া যাক, তাঁরা কারা।
3/7মীন রাশি: কর্মস্থল থেকে কোনও ভালো খবর আসতে পারে। পরিবারে সুখের পরিবেশ থাকবে। মাসের শেষে কিছু ভালো খবর পেতে পারেন। ভাগ্য আপনাকে সমর্থন করবে। অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। দাম্পত্য জীবন সুখের হবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশগ্রহণের সুযোগ পাবেন। কাজে সাফল্য পাবেন।
4/7তুলা রাশি: আপনি চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন এই সময়ে। ব্যবসায় লাভ হবে। কাজে সাফল্য আসবে। সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে। চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার স্ত্রীর সঙ্গে সময় কাটান। এই সময়ে সবাই আপনাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে।
5/7কর্কট রাশি: কর্কট রাশির জাতকরা এই মাসে ভ্রমণ করতে হতে পারে। আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। ঘরে সুখ থাকবে। ব্যবসা ও চাকরির ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। মনে শান্তি থাকবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। কাজে সাফল্য পেতে আপনাকে পরিশ্রম করতে হবে না। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
6/7মিথুন রাশি: পরিবারের পক্ষ থেকে হঠাৎ কোনও ভালো খবর আসতে পারে। কাজে সাফল্য আসবে। আর্থিক দিক শক্তিশালী হতে পারে এই সময়ে। দাম্পত্য জীবন সুখের হবে। ভাগ্য আপনাকে সমর্থন করবে। মহাদেবের কৃপায় জীবন হয়ে উঠবে আনন্দময়।
7/7কুম্ভ রাশি: চাকরিতে পদোন্নতি হতে পারে। নতুন কোনও প্রকল্প হাতে নেওয়া যেতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। যে কাজই করুন না কেন, তাতে উপকার হবে। ভগবান শঙ্করের বিশেষ কৃপা পাবেন। অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। সম্মান, পদ ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন সুখের হবে।