এশিয়া কাপের সুপার ফোর-এ পর পর দু’টি ম্যাচ হেরেছে ভারত। কেন বার বার এমন ভাবে ব্যর্থ হচ্ছে তারা? কেন এত বড় মানের ক্রিকেটাররা নাকানিচোবানি খাচ্ছেন? কোথায় খামতি থেক যাচ্ছে, যেগুলি বিশ্বকাপের আগে ভারতকে চিন্তায় রাখবে? জেনে নিন কারণগুলি।
1/5ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিকতার মারাত্মক অভাব। কেউ একদিন ভালো খেলেন তো, পরের দিনই মুখ থুবড়ে পড়েন। এমন উদাহরণ বোধহয় এখন ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি। হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, যুজবেন্দ্র চাহাল, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার- কে নেই এই তালিকায়। কেএল রাহুল তো আবার চোট সারিয়ে ফেরার পর থেকে ছন্দেই নেই। মহারথীদের অফ ফর্ম কিন্তু ভারতের ব্যর্থতার বড় কারণ। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চিন্তায় রাখবে ভারতকে। ছবি: এএনআই
2/5বাঁ-হাতি জোরে বোলারদের বিরুদ্ধে বিরাট কোহলি, ঋষভ পন্তদের দুর্বলতা বার বার প্রকট হচ্ছে। যার জেরে বড় সমস্যায় পড়ছে টিম। এই সমস্যা বিশ্বকাপের আগে কাটিয়ে উঠতে না পারলে ভারতের কপালে দুর্ভোগ রয়েছে।
3/5৬ থেকে ১৫ ওভারে ভারত ঠিক মতো ব্যাটিং করতে পারছে না। উইকেট ছুঁড়ে দিচ্ছে। সেখানেই পিছিয়ে পড়ছে ভারত। উইকেট পড়ে যাওয়ায় তার ফলে ১৬ থেকে ২০ ওভার কাজে লাগানো যাচ্ছে না। উইকেট হাতে না থাকায় শেষ দিকে যে রান ওঠা উচিত, সেটা হচ্ছে না। যার খেসারত ভারতকে দিতে হচ্ছে।
4/5ডেথ ওভারের বোলার কোথায় ভারতের। ডেথ ওভারে গিয়ে বোলাররা এত বেশি রান দিচ্ছেন, তখনই ম্যাচ ভারতের হাত থেকে বের হয়ে হচ্ছে। ডেথ ওভারে সংযত বোলিংয়ের বদলে হরির লুটের মতো রান হার্দিক, ভুবনেশ্বররা। যার ফল যা হওয়ার তাই হচ্ছে।
5/5ভারতের চোট সমস্যা একটি বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। জসপ্রীত বুমরাহ চোট পেয়ে সকলের আগে দল থেকে ছিটকে গিয়েছিলেন। তার পর রবীন্দ্র জাদেজা ছিটকে যান চোটের কারণে। এ বার আবেশ খান ছিটকে গেলেন। তবে ভারতীয় টিমে ঘনঘন চোটের ধারা অব্যাহত। কেউ না কেউ চোট পেয়ে দল থেকে ছিটকে যাচ্ছেন। যে কারণে কম্বিনেশন পাল্টাতে হচ্ছে। বিশ্বকাপের আগে চোট সমস্যা ভারতকে চিন্তায় রাখবে।