জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) অনুমোদন পেল কোভোভ্যাক্স। শুক্রবার সেই অনুমোদন দিয়েছে বিশ্বের সর্বোচ্চ স্বাস্থ্য প্রতিষ্ঠান। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে সেই পদক্ষেপকে 'আরও একটি মাইকফলক' হিসেবে অভিহিত করা হয়েছে।
1/6জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) অনুমোদন পেল কোভোভ্যাক্স। শুক্রবার সেই অনুমোদন দিয়েছে বিশ্বের সর্বোচ্চ স্বাস্থ্য প্রতিষ্ঠান। (ছবিটি প্রতীকী)
2/6নোভাভ্যাক্সের লাইসেন্সের আওতায় কোভ্যাভ্যাক্স তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
3/6নবম করোনাভাইরাস টিকা হিসেবে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পেয়েছে কোভোভ্যাক্স। বিশ্বের সর্বোচ্চ স্বাস্থ্য প্রতিষ্ঠানের বক্তব্য, সেই টিকা অনুমোদন পাওয়ার ফলে নিম্ন আয়বিশিষ্ট দেশে টিকার প্রাপ্যতা বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
4/6হু জানিয়েছে, এখনও পর্যন্ত ৪১ টি নিম্ন আয়বিশিষ্ট দেশ এখনও নিজেদের জনসংখ্যার ১০ শতাংশ মানুষকে টিকা প্রদান করতে পারেনি। ৯৮ টি দেশে টিকাকরণের ৪০ শতাংশের গণ্ডি পার করেননি। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
5/6জরুরি ভিত্তিতে অনুমোদনের পর সেরামের সিইও আদর পুনাওয়ালা বলেন, 'করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এটা আমাদের আরও একটি মাইলফলক। কোভোভ্যাক্স এখন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য হুয়ের অনুমোদন পেয়েছে। যে টিকায় দুর্দান্ত সুরক্ষা এবং কার্যকারিতা দেখা গিয়েছে।' (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
6/6চলতি সপ্তাহের গোড়ার দিকে পুনাওযালা দাবি করেন, আগামী ছ'মাসের মধ্যে বাজারে আসবে কোভোভ্যাক্স। যে টিকার এখনও ট্রায়াল চলছে। প্রাথমিকভাবে ট্রায়ালে দেখা গিয়েছে যে তিন বছরের শিশুদেরও সুরক্ষা প্রদান করে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)