বাংলা নিউজ > ছবিঘর > WHO-র অনুমোদন পেল কোভোভ্যাক্স, ‘৩ বছরের শিশুদেরও সুরক্ষা দেবে’ সেরামের করোনা টিকা

WHO-র অনুমোদন পেল কোভোভ্যাক্স, ‘৩ বছরের শিশুদেরও সুরক্ষা দেবে’ সেরামের করোনা টিকা

জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) অনুমোদন পেল কোভোভ্যাক্স। শুক্রবার সেই অনুমোদন দিয়েছে বিশ্বের সর্বোচ্চ স্বাস্থ্য প্রতিষ্ঠান। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে সেই পদক্ষেপকে 'আরও একটি মাইকফলক' হিসেবে অভিহিত করা হয়েছে।

অন্য গ্যালারিগুলি