HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > Australia vs India 2nd T20I: শেষ ওভারে জোড়া ছক্কায় ভারতকে ম্যাচ জেতালেন হার্দিক

Australia vs India 2nd T20I: শেষ ওভারে জোড়া ছক্কায় ভারতকে ম্যাচ জেতালেন হার্দিক

এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ জয় নিশ্চিত করল টিম ইন্ডিয়া।

ভারতকে জেতানোর পর হার্দিক ও শ্রেয়স। ছবি- টুইটার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফরের শুরুতেই ওয়ান ডে সিরিজ হেরে বসেছে টিম ইন্ডিয়া। কোহলিদের সামনে সুযোগ ছিল টি-২০ সিরিজ জিতে বদলা নেওয়ার। ক্যানবেরায় প্রথম ম্যাচ জিতে চলতি টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। সিডনির দ্বিতীয় ম্যাচ জিতে শেষমেশ এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। এই অবস্থায় সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ নিছক নিয়ম রক্ষার লড়াইয়ে পরিণত হয়।

06 Dec 2020, 05:42 PM IST

১০-এ ১০ ভারতের

২০১৯-এর ফেব্রুয়ারি থেকে কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হারেনি ভারত। এই সময়ের মধ্যে টিম ইন্ডিয়া মোট ১০ টি-২০ ম্যাচ খেলেছে। জিতেছে ১০টি ম্যাচই।

06 Dec 2020, 05:33 PM IST

রেকর্ড ছুঁলেন চাহাল

এই ম্যাচেই স্টিভ স্মিথের উইকেট নিয়ে জসপ্রীত বুমরাহর রেকর্ড ছুঁলেন যুজবেন্দ্র চাহাল।

06 Dec 2020, 05:32 PM IST

ম্যাচের সেরা পান্ডিয়া

৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২২ বলে ৪২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচের সেরা হন হার্দিক পান্ডিয়া। যদিও তাঁর দাবি, টি নটরাজনের ম্যান অফ দ্য ম্যাচ হওয়া উচিত ছিল। উল্লেখ্য, কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-২০ খেলতে নেমে নটরাজন ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। তিনি ফিরিয়ে দেন ডার্সি শর্ট ও মইজেস হেনরিকসকে।

06 Dec 2020, 05:30 PM IST

ওয়েডের রসিক মন্তব্য

'ধোনির মতো দ্রুত নয়', মাহির ধাঁচে স্টাম্প করতে না পেরে স্বীকার ওয়েডের

06 Dec 2020, 05:21 PM IST

সিরিজ জিতল ভারত

সিডনিতে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৪ রান তোলে। ভারত ১৯.৪ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে যায়। পান্ডিয়া ২২ বলে ৪২ ও শ্রেয়স ৫ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় টি-২০ ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নিয়ে ভারত এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে। 

06 Dec 2020, 05:14 PM IST

ছক্কা মেরে ম্যাচ জেতালেন পান্ডিয়া

শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে ভারতকে ম্যাচ তথা টি-২০ সিরিজ জেতালেন হার্দিক পান্ডিয়া।

06 Dec 2020, 05:13 PM IST

৩ বলে দরকার ৬

ডট বল। জয়ের জন্য ভারতের ৩ বলে দরকার ৬ রান।

06 Dec 2020, 05:13 PM IST

৪ বলে দরকার ৬

পান্ডিয়ার ছক্কা। জয়ের জন্য ভারতের ৪ বলে দরকার ৬ রান।

06 Dec 2020, 05:12 PM IST

৫ বলে দরকার ১২

জয়ের জন্য ভারতের ৫ বলে দরকার ১২ রান।

06 Dec 2020, 05:11 PM IST

শেষে ওভারে ১৪ রান দরকার ভারতের

শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার ভারতের। ১৯তম ওভারে ১১ রান ওঠে। ১৯ ওভারে ভারত ৪ উইকেটে ১৮১ রান তুলেছে। পান্ডিয়া ২৮ ও আইয়ার ১২ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 05:07 PM IST

২ ওভারে ২৫ রান দরকার ভারতের

১৮ ওভারে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১৭০ রান তুলেছে। জয়ের জন্য ২ ওভারে তাদের দরকার ২৫ রান। পান্ডিয়া ১৭ ও আইয়ার ১২ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 05:00 PM IST

কোহলি আউট

বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। বিরাট কোহলি আউট হলেন ২৪ বলে ৪০ রান করে। স্যামসের বলে ওয়েডের দস্তানায় ধরা পড়েন তিনি। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। স্যামসের এটিই প্রথম আন্তর্জাতিক উইকেট। নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। ভারত ১৭ ওভার শেষে ৪ উইকেটে ১৫৮ রান তুলেছে। ৩ ওভারে ৩৭ রান দরকার টিম ইন্ডিয়ার। পান্ডিয়া অপরাজিত রয়েছেন ১৬ রানে।

06 Dec 2020, 04:54 PM IST

১৫ ওভারে ভারত ১৪১/৩

১৫ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলেছে। জয়ের জন্য ৩০ বলে ৫৪ রান দরকার কোহলিদের। কোহলি ২০ বলে ৩৬ রান করে অপরাজিত রয়েছেন। পান্ডিয়া ব্যাট করছেন ৪ রানে।

06 Dec 2020, 04:48 PM IST

স্যামসন আউট

১০ বলে ১৫ রান করে আউট হলেন সঞ্জু স্যামসন। সোয়েপসনের বলে স্মিথের হাতে ধরা পড়েন তিনি। ১টি চার ও ১টি ছক্কা মারেন সঞ্জু। নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। ভারত ১৪ ওভারে ৩ উইকেটে ১২৩ রান তুলেছে। কোহলি ২০ ও পান্ডিয়া ৩ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 04:38 PM IST

১০০-র গণ্ডি টপকাল ভারত

১০০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ১২ ওভার শেষে টিম ইন্ডিয়া ২ উইকেটের বিনিময়ে ১০৫ রান তুলেছে। কোহলি ১৯ ও স্যামসন ১ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 04:36 PM IST

ধাওয়ান আউট

ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেই সিখর ধাওয়ান আউট। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন শিখর। তিনি আউট হন ৩৬ বলে ৫২ রান করে। জাম্পার বলে সোয়েপসনের হাতে ধরা পরেন ধাওয়ান।

06 Dec 2020, 04:29 PM IST

১০ ওভারে ভারতের ১০৯ রান দরকার

১০ ওভারর খেলা শেষ। ভারত ১ উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছে। বাকি ১০ ওভারে জয়ের জন্য ১০৯ রান দরকার টিম ইন্ডিয়ার। ধাওয়ান ৪৫ ও কোহলি ৮ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 04:26 PM IST

স্টাম্প আউটের আবেদন

নবম ওভারে সোয়েপশনের বলে ধাওয়ানের বিরুদ্ধে স্টাম্প আউটের আবেদন জানায় অস্ট্রেলিয়া। তৃতীয় আম্পায়ার নট-আউট ঘোষণা করার পর বলটিকে ওয়াইড ঘোষণা করেন ফিল্ড আম্পায়ার। ভারত ৯ ওভার শেষে ৮১/১। ধাওয়ান ৪২ রানে ব্যাট করছেন। কোহলি নট-আউট ৬ রানে।

06 Dec 2020, 04:20 PM IST

৮ ওভারে ভারত ৭৩/১

৮ ওভার শেষে ভারত ১ উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে। ধাওয়ান ৩৬ ও কোহলি ৫ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 04:10 PM IST

রাহুল আউট

পাওলার প্লে'র শেষ ওভারে ভারতীয় শিবিরে ধাক্কা। ২২ বলে ৩০ রান করে তাইয়ের বলে সোয়েপসনের হাতে ধরা পড়লেন লোকেশ রাহুল। নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারত পাওয়ার প্ল'র শেষে ১ উইকেটে ৬০ রান তুলেছে। ধাওয়ান ২৮ রানে অপরাজিত রয়েছেন।

06 Dec 2020, 04:07 PM IST

৫ ওভারে ভারত ৫৬/০

পঞ্চম ওভারে ভারত ১৩ রান তুলেছে। ৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৫৬ রান। রাহুল ২০ বলে ৩০ ও ধাওয়ান ১১ বলে ২৪ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 04:01 PM IST

৪ ওভারে ভারত ৪৩/০

চতুর্থ ওভারে ১৯ রান তোলে ভারত। ৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪৩/০। রাহুল ২৪ ও ধাওয়ান ১৭ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 03:56 PM IST

৩ ওভার শেষে ভারত ২৪/০

ভারত ৩ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ২৪ রান তুলেছে। রাহুল ১৬ ও ধাওয়ান ৬ রানে ব্যাট করছে।

06 Dec 2020, 03:53 PM IST

রিভিউ নষ্ট করল অস্ট্রেলিয়া

তৃতীয় ওভারের শুরুতেই ধাওয়ানের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন ওঠে। বোলার তাই আগ্রহ না দেখালেও রিভিও নেন ক্যাপ্টেন ওয়েড। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে জানিয়ে দেন ধাওয়ান নট-আউট। রিভিউ নষ্ট করল অস্ট্রেলিয়া।

06 Dec 2020, 03:49 PM IST

২ ওভার শেষে ভারত ৯/০

২ ওভারে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৯ রান। রাহুল ৭ ও ধাওয়ান ২ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 03:48 PM IST

রান তাড়া করা শুরু ভারতের

পালটা ব্যাট করতে নেমে ভারত ১ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৫ রান তুলেছে।

06 Dec 2020, 03:25 PM IST

নজর কাড়লেন নটরাজন

কেরিয়ারের প্রথম টি-২০ ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন টি নটরাজন। দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২ উইকেট দখল করলেন তিনি। এছাড়া শার্দুল নেন ৩৯ রানে ১টি উইকেট।

06 Dec 2020, 03:18 PM IST

অস্ট্রেলিয়া ২০ ওভারে ১৯৪/৫

নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া ৫ উইকেটের বিনিময়ে ১৯৪ রান তুলেছে। সুতরাং ম্যাচ তথা সিরিজ জয়ের জন্য ভারতের দরকার ১৯৫ রান। স্টইনিস ১৬ ও স্যামস ৮ রানে অপরাজিত থাকেন।

06 Dec 2020, 03:14 PM IST

১৯ ওভারে অস্ট্রেলিয়া ১৭৭/৫

১৯ ওভার শেষে অস্ট্রেলিয়া ৫ উইকেটে ১৭৭ রান তুলেছে। স্যামস ৪ ও স্টইনিস ২ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 03:11 PM IST

হেনরিকস আউট

ম্যাচে দ্বিতীয় শিকার নটরাজনের। তিনি ফিরিয়ে দিলেন হেনরিকসকে। ১৮ বলে ২৬ রান করে হেনরিকস লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন। নতুন ব্যাটসম্যান ড্যানিয়েল স্যামস।

06 Dec 2020, 03:08 PM IST

স্মিথ আউট

স্টিভ স্মিথকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। ৩৮ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন স্মিথ। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। নতুন ব্যাটসম্যান স্টইনিস। অস্ট্রেলিয়া ১৮ ওভারে ১৬৯/৪। যুজবেন্দ্র ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৫১ রানের বিনিময়ে ১ উইকেট দখল করে।

06 Dec 2020, 03:02 PM IST

১৭ ওভারে অস্ট্রেলিয়া ১৫৮/৩

১৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে। স্মিথ ৩৮ ও হেনরিকস ২১ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 02:59 PM IST

দেড়শো রানের গণ্ডি টপকে গেল অস্ট্রেলিয়া

ইনিংসের ১৬তম ওভারে দেড়শো রানের গণ্ডি টপকে গেল অস্ট্রেলিয়া। চাহালের ওভারে ২০ রান ওঠে। অস্ট্রেলিয়া ১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে। স্মিথ ৩৭ ও হেনরিকস ১৬ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 02:53 PM IST

১৫ ওভারে অস্ট্রেলিয়া ১৩২/৩

১৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলেছে। স্মিথ ৩০ ও হেনরিকস ৮ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 02:44 PM IST

ম্যাক্সওয়েল আউট

তৃতীয় সাফল্য ভারতের। ম্যাক্সওয়েলকে আউট করলেন শার্দুল ঠাকুর। ১৩ বলে ২২ রান করে ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়লেন তিনি। অস্ট্রেলিয়া ১৩ ওভার শেষে ৩ উইকেটে ১২৩ রান তুলেছে। স্টিভ স্মিথ ব্যাট করছেন ব্যক্তিগত ২৭ রানে।

06 Dec 2020, 02:40 PM IST

১২ ওভারে অস্ট্রেলিয়া ১১১/২

১২ ওভার শেষে অস্ট্রেলিয়া ২ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলেছে। স্মিথ ১৭ ও ম্যাক্সওয়েল ২২ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 02:32 PM IST

অস্ট্রেলিয়া ১০ ওভারে ৯১/২

অর্ধেক ইনিংস অতিক্রান্ত। অস্ট্রেলিয়া ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৯১ রান তুলেছে। ম্যাক্সওয়েল ১২ ও স্মিথ ৭ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 02:25 PM IST

ওয়েড রান-আউট

ওয়াশিংটন সুন্দরের বলে কোহলি ওয়েডের সহজ ক্যাচ ছাড়েন। তবে তার জন্য হতাশ হতে হয়নি ভারত অধিনায়ককে। কেননা সেই বলেই তিনি রান-আউট করেন ওয়েডকে। ৩২ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন অজি দলনায়ক। অস্ট্রেলিয়া ৮ ওভারে ৭৫/২। ভারতের কোনও ক্ষতি না হলেও উইকেট এল না ওয়াশিংটনের ঝুলিতে।

06 Dec 2020, 02:19 PM IST

রিভিউ নষ্ট করল ভারত

চাহারের বলে স্মিথের এলবিডব্লিউয়ের আবেদন আম্পায়ার নাকচ করলে রিভিউ নেয় ভারত। টেলিভিশন রিপ্লে'তে প্রমাণিত হয় আউট নন স্মিথ। রিভিউ হাতছাড়া হয় ভারতের। অস্ট্রেলিয়া ৭ ওভারে ৬৮/১।

06 Dec 2020, 02:15 PM IST

হাফ-সেঞ্চুরি ওয়েডের

ফিঞ্চের পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া ম্যাথিউ ওয়েড ওপেন করতে নেমে দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে মাত্র ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি।

06 Dec 2020, 02:14 PM IST

পাওয়ার প্লে'র শেষে অস্ট্রেলিয়া ৫৯/১

দুরন্ত শুরু ইংল্যান্ডের। ডার্সি শর্টের উইকেট হারাতে হলেও পাওয়ার প্লে'র ৬ ওভারে ৫৯ রান তোলে অজিরা। ওয়েড ৪৭ রানে ব্যাট করছেন।

06 Dec 2020, 02:08 PM IST

প্রথম সাফল্য ভারতের

ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন নবাগত টি নটরাজন। ইনিংসের পঞ্চম ওভারে ডার্সি শর্টকে আউট করেন তিনি। ৯ বলে ৯ রান করে শ্রেয়সের হাতে ধরা পড়েন তিনি। অস্ট্রেলিয়া ৫ ওভারে ৪৭/১।

06 Dec 2020, 02:01 PM IST

৪ ওভারে অস্ট্রেলিয়া ৪৬/০

ঝোড়ো ব্যাটিং ম্যাথিউ ওয়েডের। চার ওভার শেষে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৪৬ রান তুলেছে। ওয়েড ১৭ বলে ৩৪ রান করে ব্যাট করছেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। শর্ট অপরাজিত রয়েছেন ৭ বলে ৯ রান করে।

06 Dec 2020, 01:53 PM IST

দ্বিতীয় ওভারে এল ১০ রান

ওয়াশিংটন সুন্দরের ওভারে একটি ছক্কা-সহ ১০ রান তোলে অস্ট্রেলিয়া। ২ ওভারে অস্ট্রেলিয়া ২৩/০।

06 Dec 2020, 01:52 PM IST

দাপুটে শুরু অস্ট্রেলিয়ার

দ্বিতীয় টি-২০ ম্যাচে দাপুটে শুরু অস্ট্রেলিয়ার। দীপর চাহারের প্রথম ওভারে ১৩ রান তোলে অজিরা। ৩টি বাউন্ডারি মারেন ওয়েড।

06 Dec 2020, 01:35 PM IST

চোট-আঘাত সমস্যা উভয় শিবিরেই

মণীশ পান্ডের কনুইয়ে সমস্যা রয়েছে। তাঁর পরিবর্তে মাঠে নামলেন শ্রেয়স আইয়ার। শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় খেলছেন শার্দুল। জাদেজা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে মাঠে নামেন চাহাল। স্টার্ক সরে দাঁড়ানোয় মাঠে নামার সুযোগ পেলেন অ্যান্ড্রু তাই। ফিঞ্চ পুরোপুরি ফিট না হওয়ায় মাঠে নামলেন না। তাঁর পরিবর্তে মার্কাস স্টইনিস কাম ব্যাক করলেন। যদিও চোট রয়েছে তাঁরও। হ্যাডেলউডের পিঠে সমস্যা দেখা দেওয়ায় ড্যানিয়েল স্যামসের টি-২০ অভিষেক হয়। তাঁকে টি-২০ ক্যাপ তুলে দেন জর্জ বেইলি।

06 Dec 2020, 01:28 PM IST

টস জিতল ভারত

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে বিরাট কোহলি প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়াকে।

06 Dec 2020, 01:18 PM IST

স্টার্ক নেই, ফিঞ্চের চোট, অস্ট্রেলিয়ার নেতৃত্বে ওয়েড

মিচেল স্টার্ক ম্যাচের আগেই পারিবারিক কারণে বাকি টি-২০ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ফিঞ্চ গত ম্যাচেই চোট পয়েছিলেন। তিনি পুরোপুরি ফিট না হওয়ায় মাঠে নামলেন না। পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন ম্যাথিউ ওয়েড।

06 Dec 2020, 01:18 PM IST

অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন

ডার্সি শর্ট, ম্যাথিউ ওয়েড (ক্যাপ্টেন ও উইকেটকিপার), স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মইজেস হেনরিকস, মার্কাস স্টইনিস, সিয়ান অ্যাবট, অ্যান্ড্রু তাই, মিচেল সোয়েপসন, অ্যাডাম জাম্পা ও ড্যানিয়েল স্যামস।

06 Dec 2020, 01:18 PM IST

ভারতের প্লেয়িং ইলেভেন

লোকেশ রাহুল (উইকেটকিপার), শিখর ধাওয়ান, বিরাট কোহলি (ক্যাপ্টেন), শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দুল ঠাকুর ও টি নটরাজন।

Latest News

দেরিতে স্কুলে এসেছেন! শিক্ষিকাকে চেপে ধরে আঁচড়ে দিলেন প্রিন্সিপাল, ভিডিয়ো ভাইরাল বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ আগামিকাল মাসিক শিবরাত্রিতে করুন এই কাজ, দাম্পত্য জীবন ও চাকরি-ব্যবসার বাধা কাটবে হুটোপাটিতে দুমদাম পড়ে যান,হারিয়েছেন স্মৃতিও! নিজের কীর্তিতে হাসি থামল না কাজলের চাকরি হবেই! মোদীর স্টাইলে ‘গ্যারান্টি’ নিয়ে হাজির সিপিএম, ছাপিয়ে গেল তৃণমূলকেও! ‘দল ছাড়তে চাইছে মৌসম নূর’, মালদায় খাড়গে এড়ালেন তৃণমূলের নাম, নিশানা মোদীকে ভিড়ের মধ্যে DKর পিঠে হাত কংগ্রেস কর্মীর, সপাটে চড় কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর! সচিন কন্যা এখন কোরিয়ান বিউটি ব্র্যান্ডের অ্যাম্বাসাডর! কোন পণ্য প্রমোট করবেন ভোট দিলে দুগ্ধ প্রস্তুতকারকদের বেশি টাকা দেবে আমুল, অফার গুজরাটে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচেই প্রয়াত কলকাতার জনপ্রিয় ইউটিউবারকে শ্রদ্ধা চেলসির

Latest IPL News

বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো IPL- দুরন্ত বলে বিরাটকে করেছিলেন আউট, সেই নূরকেই ম্যাচের পর উপহার ‘দাদা’ কোহলির ‘এসব দলের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়’, বিস্ফোরক শাকিব আল হাসান ৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন IPL 2024- লাস্ট বয়ের কাছে হেরে ৯ নম্বরে দল, কি সাফাই দিলেন গুজরাট অধিনায়ক শুভমন? সামনে WC,তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ,সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ পার্পেল ক্যাপ জিতে মেয়েকে নিলেন কোলে,সোমবার ফের ক্যাপ পুনর্দখল করতে মরিয়া নটরাজন IPL 2024: T20 তে বড় রেকর্ড গড়লেন SA-র ডু প্লেসি, গেইলকে পিছনে ফেলল RCB-র ফ্যাফ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ