বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে চোট পাওয়া মনোজ তিওয়ারির বাঁ-হাটুর এমআরআই স্ক্যান করা হল গ্রিন করিডরের মাধ্যমে। বায়ো-বাবলের কথা মাথায় রেখেই তিওয়ারির জন্য অভূতপূর্ব ব্যবস্থা করে সিএবি।
ক্রিকেটারদের সঙ্গেই বায়ো-বাবলে থাকা ডাক্তার সায়ন্তন বসুত তত্ত্বাবধানে মনোজের এমআরআই স্ক্যান করা অ্যাপোলো হাসপাতালে।
পিপিই কিটে তিওয়ারিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দলের জন্য নির্ধারিত গাড়িতে যাঁর চালকও বায়ো বাবলের রয়েছেন। তিওয়ারিকে হাসপাতালের বিশেষ সংক্রমণ মুক্ত দরজা দিয়ে এমআরআই রুমে নিয়ে যাওয়া হয়। মনোজ পৌঁছনোর আগে স্ক্যান রুম জীবানুমুক্ত করা হয়। স্ক্যান করার পর একইভাবে গ্রিন করিডর দিয়েই হোটেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তিওয়ারিকে। পরে মনোজের বাধ্যতামূলক করোনা টেস্টো করা হয়।
বায়ো-বাবলের মধ্যে থেকে এমন বাড়তি তত্পরতায় খুশি মনোজ নিজেও। তিনি বলেন, ‘এটা একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। এটা একেবারেই ঝঞ্ঝাটহীন এবং এক্লুসিভ। এর থেকে ভালো কিছু হতেই পারত না। আমি সিএবি এবং বায়ো-বাবলে থাকা সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই, যাঁরা আমার খেয়াল রেখেছে।’
বায়ো-বাবল না ভেঙে মনোজ তিওয়ারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পেরে তৃপ্ত সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।