টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কি সরছেন কোচ শাস্ত্রী! কী বলছেন প্রাক্তন ক্রিকেটার
1 মিনিটে পড়ুন . Updated: 13 Jul 2021, 12:47 PM IST- এমন অবস্থায় সকলেই বলতে শুরু করেছেন তাহলে কি শেষ হতে চলেছে শাস্ত্রীর জামানা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর থেকেই কোহলি এবং বিরাট অ্যান্ড কোম্পানিকে নিয়ে প্রশ্ন উঠেছে। ইংল্যান্ডে ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে সমালোচকরা বহু প্রশ্ন তুলেছেন। এমন অবস্থায় দলের কোচ রবি শাস্ত্রীকে নিয়েও সমালোচনা শুরু হয়েছে। আইসিসি-র টেস্ট চ্যাম্পিয়নশিপের দল নির্বাচন নিয়ে তাঁকেও কড়া সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। এর মাঝেই শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দলের কোচিং দায়িত্ব দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে। এমন অবস্থায় সকলেই বলতে শুরু করেছেন তাহলে কি শেষ হতে চলেছে শাস্ত্রীর জামানা।
এমন অবস্থায় শাস্ত্রী পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সাবা করিম। তিনি জানিয়েছেন, ‘গত দুই বছরে, কেবলমাত্র একটি আইসিসি চ্যাম্পিয়নশিপ হয়েছে, অর্থাৎ বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল, তা হয়নি। আমার মনে হয় গত দুই বছরে রবি শাস্ত্রী প্রশংসনীয় কাজ করেছেন।’
ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান জানিয়েছেন, ‘ভারতের যে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা উচিত ছিল সেটাতে আমিও একমত তবে তারা সেটা করতে পারেনি। দ্বিপক্ষীয় সিরিজে ভারত বেশ ভাল করবে, আমরা ১ নম্বর টেস্ট দল। ইউনিট হিসাবে, দলটি দুর্দান্ত পারফরম্যান্স করবে, এটা আলাদা যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার হল দলের একটা বড় ব্যর্থতা।’
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ ও শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় দলের পারফরমেন্সের উপর বিচার করে ঠিক করা হতে পারে ভবিষ্যতে ভারতীয় দলের কোচিং দায়িত্ব কার হাতে থাকবে। তবে তার আগে পর্যন্ত রবি শাস্ত্রী প্রধান কোচের দায়িত্ব সামলাবেন।