প্রথমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একের পর এক শতরান-দ্বিশতরান করছিলেন। এবার রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে সেঞ্চুরি করেই চলেছেন চেতেশ্বর পূজারা। সাসেক্সের হয়ে ৮টি লিস্ট-এ ম্যাচে মাঠে নেমে পূজারার ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৯, ৬৩, অপরাজিত ১৪, ১০৭, ১৭৪, অপরাজিত ৪৯, ৬৬ ও ১৩২ রান। তিনি সাকুল্যে ৬১৪ রান সংগ্রহ করেছেন। ব্যাটিং গড় ১০২.৩৩। স্ট্রাইক রেট ১১৬.২৮।
উল্লেখযোগ্য বিষয় হল, মিডলসেক্সের বিরুদ্ধে পূজারা মাত্র ৭৫ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। এমন ঝোড়ো ইনিংস খেলার পরে চেতেশ্বর ৫০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত এক নজির গড়েন। লিস্ট-এ ক্রিকেটে পূজারার এমন কৃতিত্বের দিকে তাকালে এটা ভেবেই অবাক হতে হয় যে, তাঁকে কেন ভারতের ওয়ান ডে দলে সুযোগ দেওয়া হয় না!
আসলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে কেরিয়ারে মোট ১১১টি ৫০ ওভারের ম্যাচ খেলেন পূজারা। ৫৭.৪৮ গড়ে সংগ্রহ করেন ৫০৫৯ রান। সুতরাং, মিডলসেক্সের বিরুদ্ধে সেঞ্চুরি করার পথে চেতেশ্বর লিস্ট-এ ক্রিকেটে ৫ হাজার রানের মাইলস্টোন টপকে যান।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, কেরিয়ারে অন্তত ১০০টি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং গড় পূজারার (৫৭.৪৮)। এই নিরিখে তিনি পিছনে ফেলে দেন বিরাট কোহলি ও বাবর আজমকে। পূজারার থেকে বেশি ব্যাটিং গড় রয়েছে কেবল প্রাক্তন অজি তারকা মাইকেল বেভানের (৫৭.৮৬)। তালিকায় পূজারার পিছনে তৃতীয় স্থানে রয়েছেন বাবর আজম। লিস্ট-এ ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৫৬.৫৬। কোহলি রয়েছেন ঠিক তার পরে। ৫০ ওভারের ক্রিকেটে বিরাটের ব্যাটিং গড় ৫৬.৬০।
সুতরাং, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে অন্তত ১০০টি ৫০ ওভারের ম্যাচ খেলা কোনও ভারতীয় ক্রিকেটারের ব্যাটিং গড় পূজারার থেকে বেশি নয়। এই নিরিখে তিনি বিশ্বের দু'নম্বর তারকা।